টপিকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্স কোর্সে পড়ুয়া শিক্ষাথী ভাই ও বোনেরা ভালো আছেন খুব তাইনা? কারণ ছাত্রজীবনের এতবড় একটা সময় আমরা কত আরামে কাটাচ্ছি। পরীক্ষা হয় দেড় বছর পর পর। কোন শিক্ষা জীবনে আপনি এত বড় একটা ছাত্রজীবন পাবেন যেখানে এত সময় লাগবে? আমাদের বয়সটাকে একটু ঝালিয়ে নেয় কিনা? হয়তো আমাদের বয়স্ক বানিয়ে কাজে লাগিয়ে দেওয়ার জন্য দেরীতে ছাড়িয়ে দেয়। কিন্তু হায়! সেই বৃদ্ধ বয়সে অনেকের কাজ জোটেনা। আমি যদি ভুল বলি তাহলে বলবেন ভুলটা কোথায়?