টপিকঃ ক্যামেরায় হাতেখড়ি ...
নতুন ক্যামেরা কেনার পর যা দেখি, তারই ছবি তুলতে ইচ্ছা হয়, আনাড়ি হওয়াতে ছবি তেমন একটা যুতসই হয়না। এখন প্রজেক্ট ৩৬৫ টা চালু থাকলে বেশ হত, ছবি টবি দেয়া যেত। তাই এখানেই দেয়া...
View From My Attic by hridush, on Flickr
বাসার ছাদে একটা চিলেকোঠা টাইপ আছে, যদিও কেউ থাকেনা, মাঝে মধ্যে ভাড়া দেয়া হয়, সেখান থেকে রাতের বেলা তোলা।
Guardian. by hridush, on Flickr
আমার ওয়ারড্রব এর চাবি
Lots of Questions.. by hridush, on Flickr
এটাও ছাদ থেকে।।
Beheaded .. by hridush, on Flickr
ম্যানুয়াল ফোকাস নিয়ে নিরীক্ষা ...