টপিকঃ প্রজন্মের মিলনমেলা ২০১২
দেখতে দেখতে প্রজন্ম ফোরামের ৫ বছর পূর্তি হয়ে গেল। জন্মদিনের সাথে সাথে যে ভাবনা আর আকাঙ্খাটা মনে গুনগুনিয়ে ওঠে তা হল মিলনমেলা আর আড্ডাবাজী।
৫ম জন্মবার্ষিকী একটু জমজমাটভাবে উৎযাপন করতে অনেকের পক্ষ থেকেই প্রস্তাব এসেছে একটা বনভোজন বা পিকনিকের। তবে ঢাকার মধ্যে এমন পিকনিক স্পট খুবই বিরল। তখনই প্রস্তাব আসে ঢাকা থেকে একটু দূরে কোথাও হলে বেশ জমজমাট বনভোজন করা যেতে পারে। একদম নিজেদের তদারকিতে রান্নাবান্না আর সবাই মিলে হইহুল্লোড়।
কিন্তু ঢাকার সামান্য দূরে পিকনিক করা কি সবার পক্ষে সম্ভব হবে? আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ করতে, তাতে যদি অনেক বেশি আনন্দ করার সু্যোগ নাও থাকে, তাও সবার সাথে সবাই আনন্দ ভাগ করে নেব। শুধু অল্প কয়েকজন মিলে অ-নে-ক আনন্দ করতে চাই না।
এজন্যই একটা পোলে গঠন করা হল যে ঢাকার বাইরে পিকনিক হলে কে কে আসবেন, আর কে কে আসবেন না তা জানতে। আপনার কি মনে হয়, প্রজন্মের মিলনমেলা ২০১২ কেমন হওয়া উচিত? ঢাকার বাইরে কোন মনোরম পরিবেশে নিজেরা রান্না-বান্না করে বনভোজন? নাকি বরাবরের মতোই ঢাকার ভেতরে কোন রেসটুরেন্টে? বনভোজনের রান্নাবান্নার জন্য আমরা আলাদা বাবুর্চির ব্যবস্থা করতে পারি। তাতে ভালো খাওয়া দাওয়া করা যাবে।
স্পট ফিক্স হলে অন্যান্য ব্যাপারগুলোতেও আশা করি দ্রুত আগানো যাবে। তাই এ বিষয়ে সবার মূল্যবান মতামত আমরা জানতে চাই।
এরপর আসে সময়ের ব্যাপারটা। যদিও সর্বোতভাবেই চেষ্টা ছিল এই জন্মদিনেই মিলনমেলার আয়োজন করার। কিন্তু, সবার ব্যস্ততা ও কিছু ঝামেলার কারনে এতো তাড়াহুড়া করে আর সম্ভব হয় নি। এখন সব আয়োজন করে মিলনমেলা হয়ত ফেব্রুয়ারীর শেষে(২৪শে ফেব্রুয়ারী) বা মার্চের শুরুতে(২রা মার্চ) করা যায়। সবার সুবিধাজনক সময়টা জানালে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
এরপর যে প্রসংগে বাদ দিলেই নয়, তা হল চাঁদার ব্যাপারটা। এবার যদি মাথাপিছু ২৫০/- করে পড়ে, তাহলে কি আপনাদের আপত্তি হবে? যদি আশা করছি এর চেয়ে কমেই হয়ত আমরা করতে পারব যদি ভালো স্পন্সর যোগাড় হয়। আর প্রজন্ম কখনই চায় না শুধু টাকার সমস্যার কারনে কেউ বাদ পড়ুক। এ বিষয়ে সবসময়ই আলোচনার অবকাশ রয়েছে।
আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহন করে এই প্রোগ্রামটা সাফল্যময় করতে সাহায্য করবেন। ধন্যবাদ।