Re: চীন - অসাধারণ সব যোগাযোগ প্রযুক্তি
ছবি-Chhobi লিখেছেন:অবশ্যই কপি পেষ্ট মন্তব্য না । আমি বাংলা টাইপ পারি না নাকি । কে কোন দিন ফোরামে পোষ্ট করেছিল মনে
নাই । তবে বাসের ছবিটা আগে দেখেছি । শুধু বাস নয় চীনের অন্যান্যা প্রযুক্তিগুলো দেখে মনটা ভরে গেল ।ভিডিও দেখতে পারিনি? ইউটিউভ বন্ধ অফিসে তাই
ইয়ে ... মানে বলতে চেয়েছিলাম যে পোস্ট করলাম আমি, আর ধন্যবাদ পাইলো শিপলু ..... ....
![]()
সরি শামীম ভাই..............
হায় হায়.........
.আপনার এই মন্তব্য কাল অফলাইনে থেকে পড়ে হাসতে হাসতে জান শেষ
। যখনই মনে হয় তখনই হাসি..
.....ঘুমের মধ্যেই হাসি । কেমন বোকা আমি.............যতবার মনে হচ্ছে ততবারই হাসি
।
শামীম ভাই শিপলু ভাই নাম নিয়া লাগে প্যাচ
কোনটা যে কে? মাথায় করে না ক্যাচ ।
আমি কেমন বোকার হদ্দ
উদ্ধার হইছে এখন গোষ্ঠিশুদ্ধ
মাফ কইরা দেন শামীম ভাই
আন্তরিক ধন্যবাদটা পুনরায় দিতে চাই
এই মেঘ এই রোদ্দুর