টপিকঃ প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
মাত্র কিছুদিন আগে হয়ে গেল ফোরামের 'সেরা' নির্বাচন। বহুল প্রতিক্ষিত ভোটাভুটির ফলাফল নিম্নে প্রকাশ করা হল:
১। সদস্যদের দৃষ্টিতে সেরা নতুন প্রাজন্মিক (ফোরামিক) - ২০১১ হিসেবে হাড্ডা-হাড্ডি লড়াই-এ ২৮.৭৪% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাকিব।
২। সদস্যদের দৃষ্টিতে সেরা প্রাজন্মিক (ফোরামিক) - ২০১১ হিসেবে হাড্ডা-হাড্ডি লড়াই-এ ২৬.৯২% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শান্ত বালক।
৩। সেরা আলোকচিত্র সম্বলিত পোস্ট - ২০১১ এ ৪০.৮২% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমি হিমু তার অনবদ্য প্রকৃতি এবং তার অপরূপ সৌন্দর্য! কিছু ল্যান্ডস্কেপ! ছবিগুলোর জন্য।
৪। জীবনের গল্প নিয়ে সেরা লেখা - ২০১১ এ সর্বাধিক ৫৫.৫৬% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ত্বোহা তার রোমহর্ষক লিবিয়া যুদ্ধে আমি এবং আমাদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স লেখাটির জন্য।
৫। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেরা লেখা - ২০১১ এ ২৪.৪৪% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিনহাজুল হক শাওন তার কার্যকরী লিনাক্স মিন্ট ১১ আর উবুন্তু ১১.০৪ এ চালান বাংলালায়ন ইউএসবি মডেম লেখাটির জন্য।
৬। সেরা রোমাঞ্চকর কাহিনী - ২০১১ এ ৩৬.৫৯% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার-ছেড়া-কাউয়া তার চমকপ্রদ আমার আরব আমিরাত সফর লেখাটির জন্য।
৭। সেরা গল্প-উপন্যাস - ২০১১ এ ৩৮.১০% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উদাসীন তার চিত্তাকর্ষক কেন এলে? লেখাটির জন্য।
৮। সেরা রম্য কাহিনী- ২০১১ এ ৩৮.৪৬% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুন তার রসাত্মক রম্যঃ ডাক্তার নাকিবের চেম্বার! লেখাটির জন্য।
৯। সেরা ছড়া-কবিতা - ২০১১ এ ৪৪.৪৪% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উদাসীন তার মন মাতানো নাগরিক বিচ্ছিন্নতা এবং প্রশ্নমুখর আমি লেখাটির জন্য।
১০। সেরা পাঁচমিশালী- ২০১১ এ ৪১.১৮% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বপ্নীল তার অসামান্য "কিছুক্ষণ উইথ স্বপ্নীল" ইন্টারভিউ সিরিজের জন্য।
বিজয়ীদের সকলকে আন্তরিক অভিনন্দন!
খুব শীঘ্রই বিজয়ীদের প্রোফাইলে একটি insignia যুক্ত করা হবে।