Re: প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
সবাইকে আভিনন্দন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
সবাইকে আভিনন্দন
৯ জন বিজয়ী ও ১ জন বিজয়িনীকে অভিনন্দন
খুব শীঘ্রই বিজয়ীদের প্রোফাইলে একটি insignia যুক্ত করা হবে।
insignia'র মেয়াদ কতদিন ? আগামী একবছর না আজীবন ?
উদাসীন দাদাকে দেখতে জোস লাগছে
insignia'র মেয়াদ কতদিন ? আগামী একবছর না আজীবন ?
দু'বছর করে। তবে insignia এর কালার চেঞ্জ হবে।
দু'বছর করে।
দু'বছর কেন ? হলে হবে এক বছর বা আজীবন । দু বছরের শানে নুযুলটা কি ভাই ?
বিজয়ীদের সকলকে অভিনন্দন!
দু বছরের শানে নুযুলটা কি ভাই ?
হেটে আসতে আসতে ভুলে গেছি। পরে বলে দিবো না হয়।
ইলিয়াস লিখেছেন:দু বছরের শানে নুযুলটা কি ভাই ?
হেটে আসতে আসতে ভুলে গেছি।পরে বলে দিবো না হয়।
ঠিক আছে, অপেক্ষায় রইলাম।
বিজয়ীদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা!
ধন্যবাদ প্রজন্মবাসীদের। যে সম্মানে আপনারা আমাদের দেখিয়েছেন তা বহুগুণে ফিরে আসুক আপনাদের মাঝে।
ভালো থাকুন সবাই।
অভিনন্দন সবাইকে
বিজয়ী সকলকে অভিনন্দন
অভিনন্দন সকল বিজয়ীদের
২০১০ আর ২০১১ তে দুজন ডাক্তার পরপর সেরা হলেন। এই বিভাগে দেখি তাদের মনোপলি
২০১০ আর ২০১১ তে দুজন ডাক্তার পরপর সেরা হলেন। এই বিভাগে দেখি তাদের মনোপলি
পর পর দুবার মুন আপু সেরা নির্বাচিত হয়ে একটা রেকর্ড করেছেন।
মেহেদী৮৩ লিখেছেন:দু'বছর করে।
দু'বছর কেন ? হলে হবে এক বছর বা আজীবন । দু বছরের শানে নুযুলটা কি ভাই ?
অত আগের প্রতিযোগিতা নিয়ে সবার আগ্রহ থাকবে না! তাই দুবছরের। যাতে এই বছরের সাথে গত বছরের বিজয়ীদেরকে সবাই চিনতে পারে।
তবে এই মাত্র আরেকটি আইডিয়া আসল মাথায়। একটা আর্কাইব পেজ করা যেতে পারে। যেখানে বছর হিসেবে বিজয়ীদের নাম থাকতে পারে। এবং যে কোন সদস্যের প্রোফাইলে গেলেও যেন জানা যায় তিনি কবে কোন কোন পুরষ্কার পেয়েছেন।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
০.০৭৪৬৬৩৮৭৭৪৮৭১৮৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.০৫৭৫১৪৮৯১৬০৬ টি কোয়েরী চলেছে