টপিকঃ দ্রুত সমাধান দরকার - মিন্ট ১২ তে পেনড্রাইভ থেকে লাইভ চালানো তে সমস্যা
আমি আমার ৪ জিবি পেনড্রাইভে লিনাক্স মিন্ট ১২ "লিসা" বুটেবল করে একটি নেটবুকে লাইভ চালাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু ড্রাইভ মাউন্ট করতে গেলে বা জিপার্টেড চালু করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমি পাসওয়ার্ড হিসেবে mint দিয়ে দেখেছি, ভুল পাসওয়ার্ড বলছে। উল্লেখ্য, আমি Linux Mint 12 "Lisa" - 32bit লাইভ চালাচ্ছি। সহযোগিতা আশা করছি।
ধন্যবাদ।