টপিকঃ Qubee USB Modem In Linux Mint 12
আমি Windows 7 ব্যবহার করি। কিছুদিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম লিনাক্স নামক এক অপারেটিং সিস্টেম এর কথা। যেটা কিনা কোন একটিভেশন ছাড়া ব্যবহার করা যায়। পরে আরও জানতে পারলাম লিনাক্স মিন্ট ১২ নতুন আসছে। সেদিন রাতেই ১ জিবি আইএসও ফাইল টা ডাউনলোড করলাম। পরে ইন্টারনেট থেকে ইন্সটল করার নিয়ম জেনে ইন্সটল করলাম ডুয়াল বুট হিসাবে। প্রথম প্রথম খুব মজা পেলাম। কারন এর পর আর কোন কিছু ইন্সটল ছাড়াই বিভিন্ন কাজ করতে পারলাম। কিন্তু যে সমস্যা শুরু হইল তা এখনও সমাধান করতে পারলাম না। আর তা হল Qubee USB Modem Connect করতে পারলাম না। যদি নেট ব্যবহার করতে না পারি তাহলে তো লিনাক্স ব্যবহার করে লাভ নাই। তবে জিনিসটা খুব মজার। তাই যারা আইটি এক্সপার্ট আছেন তারা যদি আমার সমসা টা সমাধান করে দিতেন তাহলে খুব ভাল হতো।