Re: আপনার স্মাটফোনের হোম স্ক্রীন শেয়ার করুন
সব স্মার্ট লোকজন তো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » আপনার স্মাটফোনের হোম স্ক্রীন শেয়ার করুন
সব স্মার্ট লোকজন তো
কিছুই চালাইতে পারি না
Not even the dialer ?
দক্ষিনের মাহবুব ভাইয়ের ম্যাকএফি না দেখতে পারার কারনটা বুঝি নাই। আর জেনুইন জিনিস দিসিল, দুম করে ফালায় দিলেন ???? এন্ড্রয়েড লিনাক্স বেইজড হইতে পারে, কিন্তু পুরোপুরি সিকিউর কিন্তু না।
আমি একবার কি যেন একটা রম ইনস্টল করছিলাম একবার। ওইটাতে বিটডিফেন্ডার দিসিল। স্ক্যান করে টরে কিছু পাই নাই। পরে রম চেঞ্জ করে ফেলছিলাম। মন্দ না জিনিস।
গরিব মানুষ একটা স্মার্টফোন কিনেছিলাম শখের বশে। তবে শুনেছিলাম শখের তুলা নাকি আশি টাকা। কিন্তু আমার শখের তুলার দাম কম। তাই কমদামি একটা কিনলাম।
আইপ্যাডে তো সিম আছে। আমারটাতে নাই যদিও। আর যথেষ্ট স্মার্টও। তাই শেয়ার করলাম। অন্য দিক দিয়ে বলতে গেলে আমার কোন স্মার্ট ফোন নেই।
চাইলে আইপ্যাডেও কল করার সুবিধাটি মুক্ত করা যায়। এর জন্য ছো্ট্ট একটা ডিভাইস ব্লটুসের মাধ্যমে যুক্ত করে নিতে হয়।
বিস্তারিত এইখানে
ফোনঃ সনি এরিকসন লাইভ উইথ ওয়াকম্যান
আমারটা আজকে
দক্ষিনের মাহবুব ভাইয়ের ম্যাকএফি না দেখতে পারার কারনটা বুঝি নাই। আর জেনুইন জিনিস দিসিল, দুম করে ফালায় দিলেন ???? এন্ড্রয়েড লিনাক্স বেইজড হইতে পারে, কিন্তু পুরোপুরি সিকিউর কিন্তু না।
জেনুইন ঠিকই, তবে লিমিটেড জেনুইন আর কি! ক্যাসপারস্কি লাইট নামক ক্যাসপারস্কির একটা ফ্রি ভার্সন আছে। তবে কোন কিছু স্ক্যান করার সময় নেট লাগে। স্ক্যান অবশ্য খুব দ্রুতই হয়। বর্তমানে বিভিন্ন কোম্পানীর মোবাইল সিকিউরিটিগুলো নিয়ে গবেষণা করছি। ক্যাসপারস্কি ৭ দিনের ট্রায়াল দেয়। ২ দিন চালিয়ে ফেলে দিয়েছি। এন্টি থেফটের সবগুলো ফিচার কাজ করে না
এখন ইসেট ইনস্টল করা আছে। ভালোই কাজ করছে। ১ মাসের ট্রায়াল। জিপিএস ট্রাকিং এবং ডাটা রিমোটলি রিমুভ করা বাদে অন্য সবগুলো টেস্ট করা শেষ। এরপর নর্টন, ম্যাকাফি ইত্যাদি।। একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে এই নিয়ে
আমার পিসি আর এন্ড্রয়েড দুই জায়গাতেই বিটডিফেন্ডার (জেনুইন) চলছে। চলুক! মন্দ কি!
তবে হ্যা, এন্ড্রয়েডের জন্য এভাস্ট ফ্রী ভার্সন রিলিজ করেছে। ওটা দেখতে পারেন।
তবে হ্যা, এন্ড্রয়েডের জন্য এভাস্ট ফ্রী ভার্সন রিলিজ করেছে। ওটা দেখতে পারেন।
অ্যাভাস্ট রক্স আমি এর আগে অ্যাভাস্ট এর যে মোবাইল সিকিউরিটি টা দেখেছিলাম ওটা বোধহয় পেইড ছিল
নাকি ভুল দেখেছিলাম
CM9
এটা প্রি আলফা রিলিজ
যা যা কাজ করেনা
১. ক্যামেরা
২. এইচকিউ ইউটিউব
৩. ৩জি
ক্যামেরা কাজ করে না বলে আমি CM9 বাদ দিয়ৈ দিয়েছি। বাকি সবকিছু ওকেই ছিল বলা যায়।
আমার ফোনটা বড়ই আনস্মার্ট। তাই অ্যান্ডয়েডের মত দেখতে একটা থীম লাগিয়ে দুধের স্বাধ ঘোলে মেটাচ্ছি।
বড়ই সৌন্দর্য। আমারো দিতে মন চাইল।
ডিফল্ট
নিচেরগুলো ঘুরে ফিরে পরিবর্তিত হয়।
ম্যাক ওএস থিম
ক্যান্ডি মিল্ক থিম
চকো মিল্ক থিম
কার্বন এক্স থিম
তপু ভাই নেটওয়ার্কের নাম সফটব্যংক কেন এইটা না জ্যপনিজ ভাষায় থাকার কথা
মোবাইল কোম্পানির নামই সফটব্যাংক। সেটাই দেখাচ্ছে।
কেউ কি ১৬ GB মেমোরি কার্ড ব্যাবহার করেন।
এটার দাম কত হতে পারে
কেউ কি ১৬ GB মেমোরি কার্ড ব্যাবহার করেন।
এটার দাম কত হতে পারে
ক্লাস 4 হইলে সম্ভবত 1600-1800 এর মত পড়বে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » আপনার স্মাটফোনের হোম স্ক্রীন শেয়ার করুন
০.০৯০২৪৯০৬১৫৮৪৪৭৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৩০১৭৬৫৪৩০৬৬৪ টি কোয়েরী চলেছে