টপিকঃ লিনাক্সে ইন্টারনেট
লিনাক্সে জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার করছি। কিভাবে করলাম সে গল্প পরে করছি। কিন্তু আমি তো বাংলা দেখতে পাচ্ছিলাম না। অেক কষ্ট করে বই প পড়ে পড়ে ফন্ট ইন্স্টল করলাম। এখন দেখতে পাচ্ছি। কিন্তু সেটা তো ঠিক মত নয়। এ-কার, ই-কার ইত্যাদি পরে দেখছি।
লিনাক্স ব্যবহারকারীগণ একটু সাহায্য করুন।