টপিকঃ সহজ ফাইল আপলোড
ফাইল আপলোডকে আরও সহজ করা হল। এখন থেকে আপলোড বাটনে ক্লিক করলে আর নতুন পেজ আসবে না (তবে জাভাস্ক্রিপ্ট কাজ না করলে আসবে - প্রগ্রেসিভ এনহেন্সমেন্ট)।
একটা ফ্রেম পেজে আপলোড ফরম আসবে যেখান থেকে ফাইল আপলোড এবং ইমেজ বিবিকোড পাওয়া যাবে। পেজ রিফ্রেস হবে না। অতএব, লেখার সময়ও ফাইল আপলোড করা যাবে।
ধন্যবাদ।
what to do?