মেহেদী৮৩ লিখেছেন:যদি বাংলা সাপোর্ট নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনাকে স্যামসাং বা সনি এরিকসন কিনতে হবে। এই দুইটিতে এখন পর্যন্ত বেশ ভালভাবেই বাংলা দেখা যাচ্ছে। এর মধ্যে সনি এরিকসনে সিস্টেম ওয়াইড ল্যাঙ্গুয়েজ সেটিংস হিসেবেও বাংলা পাওয়া যাবে।
আর এন্ড্রয়েড নিয়ে স্ট্যাবিলিটির প্রশ্ন কেন উঠলো এখনো বুঝি নি, তবে যেটা হয় যে ওএস ভার্সনগুলো বেশ দ্রুত আপডেট হচ্চে। বছরের প্রথম দিকে ২.১ ছিল, সেখান থেকে ২.২, ২.৩.৩, ২.৩.৪, ২.৩.৫, ২.৩.৬, ২.৩.৭ পর্যন্ত এসেছে, পাশাপাশি ট্যাবের জন্য এসেছে ৩। আবার বছরের শেষ দিকে এসেছে ৪। এত আপডেটকে একটা নির্দিষ্ট ভার্সনের জন্য একটু আনস্ট্যাবল বলা যায় বৈকি।
আপনি একটাতে স্ট্যাবল হওয়ার আগেই আরেকটা এসে যায়, কাজেই সিস্টেম স্ট্যাবল থাকলেও আপনি আনস্ট্যাবল হয়ে যাবেন 
আমি নিজে গ্যালাক্সী Ace ব্যাবহার করি। প্যাকেট থেকে খোলার পর থেকেই বাংলা ঠিকঠাক মত আসে। 
গ্যালাক্সী S II তেও বাংলা আসে ঠিকমতই শুনেছি।
এন্ড্রয়িড ওএস চলাকালীন এপস সম্বন্ধে আমাকে একজন বলেন এফিসিয়েন্টলি মেমোরি ইউসেজ রাখা হয় নাই। একটা এপ অফ না করলে তা ব্যাকগ্রাইন্ড এ ফুল লোডে চলতে থাকে। ফলে মেশিন স্লো হয়। আর জাভা বেজড সব সফটওয়্যার এ সমইয়ের সাথে সাথে স্লো হয়ে যায়। আর যেহেতু এন্ড্রয়েড এর ইউআই জাভা দিয়ে তৈরি তাই এটা কয়েক্মাস পর এম্নিতেই এক্তূ স্লো হয়ে যাবে। তবে এটা বড় কোন সমস্যা না।
তো এর মানে কি দাড়াল , এন্ড্রু কি আসলেই স্লো হয় ? নাকি উনার ভ্রান্ত ধারনা ।
আপনি বলেছেন যদি বাংলা সাপোর্ট নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনাকে স্যামসাং বা সনি এরিকসন কিনতে হবে। এই দুইটিতে এখন পর্যন্ত বেশ ভালভাবেই বাংলা দেখা যাচ্ছে।
কিন্তু আমি ভালভাবে নয় বরং আইফোনে যেভাবে বাংলা দেখা যায় অথবা ইউনিকোডের পিসিতে যেভাবে দেখা যায়, সেভাবে দেখতে চাই । কোন এ ক উ কার আগে পিছের রেন্ডারিং সমস্যা ছাড়া ।
আমি কি আপনাকে বুঝাতে পেরেছি ?
একটা স্ক্রীণ শট দেই ।
উপরের ছবিতে দেখুন মটোরোলা জুম ট্যাবলেটে সিয়াম রুপালী ফন্ট এর রেন্ডারিং , উ কার এর কি অবস্থা ! 
উপরের ছবিতে দেখুন সিয়াম রুপালী ফন্ট এর রেন্ডারিং কিন্তু তা গেলাক্সী পপ এর । এখানে অবস্থা কিছু টা ভাল কিন্তু যে মোবাইল এর মালিক তার ভাষ্যমতে আমি গ্যালাক্সি পপ ব্যবহার করি। রেন্ডারিং খুব ভালো। সিয়াম রূপালী ফন্ট ব্যবহা করি। পিসি আর মোবাইলের বাংলা ভিউ এ কোন পার্থক্যই নাই। :-P 
যাদের বাংলা রেন্ডারিং নিয়ে প্রব্লেম হচ্ছে এশিয়া স্পেসেফিকের কোন রম দিয়ে ফ্লাস করলেই সমাধান পাবেন।
সে এখানে এশিয়া স্পেসেফিকের কি রম বুঝালো বুঝলাম না । ওয়েবে তো অনেক রমই আছে তাই না ?
মাঝখানে উপরের একজন সদস্য বললেন এই পোষ্টের প্রথম মন্তব্যে যে ডলফিন এ সুন্দর দেখতে পান ? !
তো ব্যাপারটা এরকম মনে হল যে Syam Rupali Works better than normal “Rupali” or “SolaimanLipi” Font
Android Fryo 2.2 for India such as SAMSUNG Galaxy POP GT-5570 has nice Bangla Complex font rendering. Remember Galaxy POP has several version for several country. At bangladesh a “GT” symbol is added, Like GT-5570, this version has indic language support.
Anyone can Fix Corrupt Bengali by Flashing his phone by Indian Firmware.
http://suhreed.wordpress.com/2011/04/27 … alaxy-tab/
Fusia said on 25-12-2011
Today I was testing the AOSP 4.0.3 CM9 build for Defy and Bengali was rendering Perfectly! Finally its WORKING
কিন্তু আমি কিনব লেটেস্ট যেটা বের হবে সেই মোবাইলটা আর তাতে ইনডিক সাপোর্ট না থাকাই স্বাভাবিক, যদি না এন্ড্রয়েড কোন নতুন ভার্সনে ইনক্লুড করে । আমি এইচটিসি, এলজি, সেমসাঙ, মটোরোলা, গুগল এই ৫ টিকেই টার্গেট করেছি ।
৪.০ এর বেস্ট ভার্সন আর আইফোন ৫,০ এর জন্য ওয়েট করছি । যদিও ৪.০ বেইজড এন্ডু কেনার আগ্রহই বেশী ।
সর্বশেষ এটি যোগ করছি http://androidandsandu.blogspot.com/201 … droid.html এই সাইটের বর্ণনা অনুযায়ী
How to add Indian Languages to Android ICS (4.0.3)
Google is officially supporting the Indian languages rendering from 4.0.3 onwards.
The AOSP code supports rendering of three Indian languages in Web-kit. (Devanagari, Tamil, and Bengali).
I just added support for the other Indian languages as well. Tested it on my Nexus-S device
Prerequisites :
ICS (4.0.3) AOSP source code.
Nexus -s Device
Follow these instructions:
1) Download the "Binary" file of the Indian language from this link.
Ex: lohit-kananda-ttf-2.5.0.tar.gz
2) Untar the downloaded file and Copy the extracted folder into
external/lohit-fonts directory
Ex: lohit-kannada-ttf-2.5.0
3) Rename the folder name to lohit-kannada-ttf
4) Modify the Android.mk file which is present in external\lohit-fonts directory
ifneq ($(SMALLER_FONT_FOOTPRINT),true)
extra_lohit_fonts := Lohit-Bengali.ttf Lohit-Tamil.ttf Lohit-Kannada.ttf
endif
include $(CLEAR_VARS)
LOCAL_MODULE := Lohit-Kannada.ttf
LOCAL_SRC_FILES := lohit-kannada-ttf/$(LOCAL_MODULE)
LOCAL_MODULE_CLASS := ETC
LOCAL_MODULE_TAGS := optional
LOCAL_MODULE_PATH := $(TARGET_OUT)/fonts
include $(BUILD_PREBUILT)
5) Modify the FontAndroid.cpp file (external/webkit/source/webcore/platform/graphics/android)
a) Add an language entry to CustomScript enum
enum CustomScript {
Bengali,
Devanagari,
Kannada,
.......
};
b) Add the ttf file path to the TextRunWalker Paths
const char* TextRunWalker::paths[] = {
"/system/fonts/Lohit-Bengali.ttf",
"/system/fonts/Lohit-Devanagari.ttf",
"/system/fonts/Lohit-Kannada.ttf",
........
};
c) Now setup the Font for Script Run
TextRunWalker::setupFontForScriptRun()
{
case HB_Script_Kannada:
complexPlatformData = setupComplexFont(Kannada, platformData);
break;
}
6) Add the *.ttf file in Fallback_fonts.xml (frameworks\base\data\fonts)
Note : Assamese language is not enabled as Harfbuzz is not supporting this language.
উপরের তথ্যকে একটু সরলভাবে বুঝাতে পারবেন ?
উপরের তথ্য মোতাবেক বাংলা দেখতেই পারলাম ধরে নেই কিন্তু মেসেজ কপি পেষ্ট মনে হয় করতে পারব না
মানে লেখা কপি পেষ্ট । এটা কিভাবে দেখেন ?
রিফাত হোসেন