টপিকঃ নতুন জীবনে ফান্দে পড়া
যতটা না এক্সাইমেন্ট নিয়া এখানে আসলাম ততটাই লেজিনেস নিয়া এখানের জীবন শুরু করলাম। সারাদিনে ১২-১৩ ঘণ্টা ঘুমানোর পাশাপাশি ধুমায়া খাওয়া দাওয়া বলতে গেলে ননস্টপ। এদিকে বাসার মধ্যে জিনিশ পত্র প্যাকিং এর টুক টাক কাজতো আছেই। নতুন বাসার আগের ল্যান্ড লর্ড যাইবো যাইবো কইরাও ২ সপ্তাহ থাকার ব্যবস্থা কইরা নিছে, ব্যাটার যে এদিকে দিন প্রতি মোটা অংকের ভাড়া গুনতে হইতেছে সেই খবর মনে হয় না আছে। আমি ভাবলাম সিটি'র বাসার ভাড়াটিয়ারে ছয় মাস ধইরাও কেইসে লইয়ার দিয়া দৌড়ের উপর রাইখাও তুলতে পারলাম না আর এখন তো বাড়িওয়ালা এরে কেমনে তুলুম।
যাই হোক এদিকে আমার ভাইগনা একখান আছে। সে যতভাবে সম্ভব পেইন দিতে ওস্তাদ, সারাদিন কার্টুন দেখা আর আমারে জ্বালাতন করার রুটিনে ভালো ভাবেই অভ্যস্থ হয়া গেছে পোলা। আমার বেডের জিনিশ পত্র সব ফেলে এটাকে যে কতবার কবরস্থান বানায় ফেলে সেটা আর নাই গুনলাম। তার উপরে শপিং মলে গেলে তো ওর পিছনে দৌড়-ঝাপ কইরাই আমি কাইত শপিং আর কি করুম! আবার দুই দিন পর এর আরেকটা ভাই আসতেছে আল্লাহই জানে ঐটা কি পেইন রেডি কইরা রাখছে আমার জন্য।
এর ভিতরে সেদিন কোনো কারণে খুব শখ উঠছে বাসে কইরা একটু একলা একলা ঘুরুম। ব্যস সাহসী বীরের মতো একটা ফ্লিস চাপায়া পার্ট নিয়া বের হলাম, কি আর হইবো একটু ঠান্ডার মধ্যে। বের হয়া বাস স্ট্যান্ডে বরারবর ১০ মিনিট ওয়েইট করছি, এদিকে বাতাস মনে ঠেইলা বাসায় নিয়া আসতে চায়। আমি আর কি হাল ছাইড়া কইলাম আমিই যাইতেছি বাসায়, সেই বাসায় ফিরার কয়েক ঘণ্টার মধ্যেই জ্বর তো আসলোই সাথে মাথা ব্যাথা বোনাস।
এদিকে ফ্রেন্ডরা ফোন দিয়া পার্টির নিউজ দেয়, কয় দোস্ত আজকে এইটা খাইলাম সেইটা খাইলাম তুই কয় গ্লাস ১০০ পার্সেন্ট ম্যাংগো জুস খাইছিস তাই বল..
আমারে পুরা দমে মানসিক টর্চার শুরু করছে। তারপরেও চান্স পাইলে শুনায়া দেই যে এই তরকারী খাইছি, এই মাছ খাইছি, এই রেস্টুরেন্টে খাইছি, এইখানে শপিং করছি। আর তো মনে মনে ভাবি আহারে কি ফ্রাইডে নাইট কোন আসমানে থাকতাম তাও টের পাইতাম না, এখন আমার আরাম বিছানায় ভদ্র বালকের মতো মুভি দেখি, ট্রাই কইরাও সেই আসমানে উঠতে পারি না
কবে যে কলেজটা খুলবো
আর ঐ প্লেনের সুন্দরীর সাথে কফি খাইতে গিয়া তো সে বইলাই বসলো আমাকে 'সিক্রেট পার্টি গাই' (কারণ ওরে কইছিলাম যে আমার ফ্যামিলি রেস্ট্রিক্টেড)। আমি তো লাইক
-'হোয়াট'? হাউ ডু ইউ নো?
- ইয়েপ! আই ক্যান টেল দ্যাট, জাস্ট লেম্মি নো হোয়েন ইউ হ্যভ আ সিক্রেট পার্টি গোয়িং অন..
- শিওর, আই ডুন ওয়ানা মিস এনিথিং ক্রেজি, সো ...
একদিন সুপার স্টোরে পাঠাইছে আমাকে দুধ কিনতে। গিয়া আমার আপু'র সাথে ফোনে জিনিশ পত্র কিনতেছি -
- কি কি খাবা আর? তাই নিয়া আসো
- ছোটো ভাই হিসেবে আর কি বাডলাইড / বাডওয়াইজার একটা হইলেই হইবো
- আরে বান্দর আমারে শিখাও? ঐগুলা বিয়ার!
পরে মন খারাপ কইরা আর কি বাসায় ফিরলাম, দেখি দুইটা বোতল পুরাই রেড ওয়াইনের মতো। আমি খুশি হয়া ধরলাম, লেখা ১০০ পার্সেন্ট গ্রেইপ জুস নিচে ছোটো কইরা নো এলকোহল। এদিকে পিছনে ঘুইরা দেখি আপু!
খাওয়ার টেবিলে জিগায়, এইটা জুস তুমি যা ভাবছো তা না। আমি বলি দেখো বাজে কথা বইলো না আমি খাই না এগুলার টেস্টও বুঝি না। পরে গ্লাসে এক চুমুক দিয়া মনে মনে বলি
- দুধের স্বাদ ঘোলে মেটানো, আর ভুইলাই গেছিলাম আংগুর দিয়াই তো সব বানায়, তাই তো বলি গন্ধটা এতো পরিচিত লাগে ক্যান!
বিংহ্যমটন সিটি:
(ইমেইজেস কালেক্টেড)