Re: ৭১ এর সেক্টর ও সেক্টর কমান্ডার (আপডেট)
Re: ৭১ এর সেক্টর ও সেক্টর কমান্ডার (আপডেট)
মুক্তিযুদ্ধের সময় তিনজন সেক্টর কমান্ডারের নাম অনুসারে তিনটি ফোর্সও গঠন করা হয়েছিল
জেড ফোর্স:মেজর জিয়াউর রহমান
এস ফোর্স:মেজর শফিউল্লাহ
কে ফোর্স:মেজর খালেদ মোশারফ
তাছাড়া মিত্রবাহিনীর পক্ষ হয়ে প্রথম আক্রমন করেন ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল মিঞা।আর মিত্রবাহিনীর কাছে যখন পাকিস্তান বাহিনী আত্বসমর্পন করেছিলেন তখন বাংলাদেশের পক্ষ থেকে যেই ব্যাক্তি উপস্থিত ছিলেন তিনি বর্তমানে সবচেয়ে বির্তকিত তার লেখনীর জন্য। আপনারা মনে হয় বুঝতেই পারছেন কার কথা বলছি মুক্তিযুদ্ধের সময় উপ সেনাপ্রধান ও সাবেক বিমান বাহিনী প্রধান একে খন্দকারের কথা।
যাই হোক সোয়ান ভাইকে ধন্যবাদ এই টপিক এর জন্য। উনার কারনে আরও নতুন অনেক কিছু জানতে পারলাম