Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
খুব ভাল একটা অপশন যোগ করো জলদি
Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
ভালই হল । একসাথে সব
Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
হাই হাই ... এত গুলা এপিসোড ... আমি মিস করলাম কিভাবে ?
Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
আচ্ছা ফোরামে কি এমন কোন অপশন আছে ফেবুর মতো.......যাতে পোষ্ট/এ্যলবামের সিকিউরিটি কাষ্টমাইজ করে নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকে হিডেন করে রাখা যায়
.......???
তানাহলে আমিতো প্রতিদিনই ৭-৮ বার ফোরামে ঢুঁ মেরে টপিকগুলোতে চোখ বুলাই.........কিন্তু তারপরেও ২-১টি পোষ্ট চোখে না ও পড়তে পারে............কিন্তু তাই বলে তোমার এই সুন্দর সিরিয়াল পোষ্ট কিভাবে আমি দেখলামনা........সেটা আসলেই একটা রহস্য.............
Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
ভালা কাম হইছে এইবার অবসর টাইমে পড়া যাইবো
Re: আমার এম্রিকানা সফরের সবগুলো অধ্যায়
ইনডেক্স টপিক তৈরী করে বেশ ভালই করেছেন। কয়েকটি টপিক পড়া হয়নি। এই সুযোগে সেগুলো পড়া হয়ে যাবে।