টপিকঃ উইনডো রিসাইজ সমস্যা
সম্পুর্ন উইনডো দেখা যাচ্ছে না। রিসাইজ অপশনও নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » উইনডো রিসাইজ সমস্যা
সম্পুর্ন উইনডো দেখা যাচ্ছে না। রিসাইজ অপশনও নাই।
এখন পর্যন্ত এই সমস্যাটির মনে হয় কোন সমাধান নেই!
প্রিয় ফিরোজ সমাজী
আপনি আপনার পিসির কনফিগারেশন এবং সাথে কি অপারেটিং সিস্টেম (আমার ধারনা লিনাক্স মিন্ট ১২) ব্যবহার করছেন তা একটু বিস্তারিত জানাবেন। আর আপনার মনিটর টা কোন ব্র্যান্ড, কি মডেল তাও জানাবেন।
তারপর দেখি কোন সমাধান জোগাড় করা যায় কি না আপনার জন্য।
প্রিয় ফিরোজ সমাজী
আপনি আপনার পিসির কনফিগারেশন এবং সাথে কি অপারেটিং সিস্টেম (আমার ধারনা লিনাক্স মিন্ট ১২) ব্যবহার করছেন তা একটু বিস্তারিত জানাবেন। আর আপনার মনিটর টা কোন ব্র্যান্ড, কি মডেল তাও জানাবেন।তারপর দেখি কোন সমাধান জোগাড় করা যায় কি না আপনার জন্য।
ধন্যবাদ রিং ভাই। অামি HP Mini 2133 মডেলের নোটবুক ব্যবহার করছি। ওএস লিনাক্স মিন্ট ১২ (লিসা)।
কিছুদিন পূর্বে অামি প্রথম যখন উইন্ডোজের পাশাপাশি চালাচ্ছিলাম তখন এই সমস্যা ছিল না। গত পরশু নতুন করে লিনাক্স সেটঅাপ দেয়ার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে। অাবারও ধন্যবাদ রিং ভাই সহ সকল ফোরামিকদেরকে।
প্রিয় সমাজী ভাই আপনি মনে হয় "নেটবুক' লিখতে গিয়ে "নোটবুক' লিখেছেন। আমার ধারনা আপনার সেটাপ করার সময়েই কোন সমস্যা করেছেন। মানে আগের গ্রাফিক্সের কনফিগারেশনটা মুছে নতুনটা লেখেনি কিংবা আংশিক লিখেছে। আপনি যদি ঢাকার অধিবাসী হন তো একটু কষ্ট করে আমাদের সংগঠনে সরাসরি গিয়ে আপনার সমস্যাটুকু সমাধানের জন্য সহায়তা নিতে পারেন। ওখানে আমাদের স্বেচ্ছাসেবক আশিকুর রহমান নূর থাকবে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা অবদি। আপনি একটু কষ্ট করে এখান থেকে আমাদের ঠিকানা ও ফোন নম্বরগুলো জেনে নিন।
ধন্যবাদ রিং ভাই, অামার বাসা পাবনাতে। ঢাকা যেতে বেশ কিছুদিন দেরি হবে। অনলাইনে সমাধান দিলে বেশি সুবিধা হতো।
প্রিয় ফিরোজ সমাজী ভাই আমার ধারনা আপনি আপনার নেটবুকে মিন্ট ১২ ইন্সটল করার সময় পূর্বের ইন্সটলেশন পার্টিশনগুলোকেই ব্যবহার করেছিলেন এবং রুট (/) পার্টিশনটাকে ফরম্যাট করতে অনুমতি দেননি। ফলে যেটা হয়েছে যে ইন্সটল করার সময়ই সে পূর্বের কিছু কনফিগারেশন সহই কাজ চুড়ান্ত করে নিয়েছে। যদিওবা লাইভ সিডি/আইএসও দিয়ে বুট করার পর আপনার নেটবুকের ডিসপ্লে পুরো সক্ষমতায় প্রদর্শন করেছিলো, পরবর্তীতে আপনি যখন সিস্টেম রিবুট করেছেন তখনই মূল ভজঘটটা হয়েছে। এখন আপনার করনীয় -
১। আপনি পুনরায় লাইভ সিডি/আইএসও দিয়ে সিস্টেমটা বুট করিয়ে নিন এবং প্রয়োজনীয় নথিপত্রসমূহের ব্যাকআপ নিয়ে নিন।
২। এরপর আপনার সিস্টেমে নতুন করে লিনাক্স মিন্ট ১২ ইন্সটল করা শুরু করুন।
৩। ডিস্ক পার্টিশনিং ধাপে আসলে পূর্বের রুট (/) পার্টিশন এবং সোয়াপ পার্টিশন রিমুভ/মুছে দিন এবং নতুন করে পার্টিশনগুলো তৈরী করুন। আপনার নেটবুকের জন্য ১০২৪ মে.বা (১জিবি) আকারের সোয়াপ পার্টিশন এবং রুট (/) পার্টিশনের আকার ১৯জি.বি যথেষ্ট।
৪। খেয়াল রাখবেন যেনো রুট (/) পার্টিশনটা ফরম্যাটিংয়ের জন্য চিহ্নিত করা থাকে।
৫। সেটাপ শেষ করুন নেটবুক রিবুট করে আসুন।
আশা রাখি উপরোক্ত কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করবার পর আপনার সমস্যাটা দূরীভুত হয়েছে।
রিং ভাই, আপনি কী সমস্যাটি বুঝতে পেরেছেন?
এই সমস্যাটি আমার ডেস্কটপ/ল্যাপটপ দুই জায়গাতেই হয়। শুধু লিনাক্স মিন্টেই না, গ্নোম ৩ ডিইসহ ফেডোরা এবং ওপেনস্যুযেতেও সমস্যাটি হয়। আপাতত গ্নোম ৩ – এর বাগ বলে মনে হচ্ছে। তবে ফলব্যাক মুডে হয়ত সমস্যাটি হবে না।
আবার এমনও হতে পারে যে, আমি নিজেই সমস্যাটি বুঝিনি!
ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। আমার আর একটু সুবিধা হতো যদি পার্টিশন অংশটার স্ক্রিনশট দিতেন।
সবশেষ সেটআপ দেয়ার পর অনেক কষ্ট করে ওয়াইন সেটআপ দিয়েছি। অামার নেটের অবস্থা বেশি ভাল না। যেকারনে, ওয়াইন সেটআপ দিতে কয়েক ঘন্টা লেগেছে। যে কারনে প্রয়োজনীয় সফটওয়ারগুলো অফলাইনে ইন্সটল দিতে পারলে আমার সুবিধা হয়।
এছাড়া, আমাকে প্রায়ই ফটোসপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়। ফটোসপ, ইলাস্ট্রেটর ওয়াইন, কংকিসহ যে সকল সফটওয়ার প্রায়ই দরকার হয় এগুলোর সিডি কিভাবে পেতে পারি? একটু জানাবেন। অার যদি কারো সংগ্রহে থাকে তাহলে একটু সাড়া দিয়েন প্লীজ।
রিং ভাই, আপনি কী সমস্যাটি বুঝতে পেরেছেন?
এই সমস্যাটি আমার ডেস্কটপ/ল্যাপটপ দুই জায়গাতেই হয়। শুধু লিনাক্স মিন্টেই না, গ্নোম ৩ ডিইসহ ফেডোরা এবং ওপেনস্যুযেতেও সমস্যাটি হয়। আপাতত গ্নোম ৩ – এর বাগ বলে মনে হচ্ছে। তবে ফলব্যাক মুডে হয়ত সমস্যাটি হবে না।
আবার এমনও হতে পারে যে, আমি নিজেই সমস্যাটি বুঝিনি!
প্রিয় অয়ন ক্লীন ইন্সটলেশন না হওয়ায় ওনার এই সমস্যাটুকু হচ্ছে বলে ধারনা করছি। আমার নিজের অভিজ্ঞতায় একটা নেটবুকে মিন্ট ১০ থেকে মিন্ট ১২ দেবার সময় রুট (/) টাকে ফরম্যাট করতে ভুলে গিয়েছিলাম। এবং ওটাতে এই সমস্যাটাই হতে দেখেছি। তাই ওনাকে এই পরামর্শ দিয়েছিলাম।
হতে পারে এটা গ্নোম৩ এর বাগ। তবে আমার নিজের হাতে মিন্ট ১২এর অভিজ্ঞতায় এই একবার ছাড়া আর কোনবারেই বাজে অভিজ্ঞতার মুখোমুখি হইনি।
ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
আপনাকে ও ধন্যবাদ।
আমার আর একটু সুবিধা হতো যদি পার্টিশন অংশটার স্ক্রিনশট দিতেন।
গুগল মামার ছবিযুক্ত সেবাতে একটু কষ্ট করে খোঁচা দিন। বিষয়টা হবে Disk partitioning in ubuntu। বেশ ভালো রেজুল্যুশনের কিছু ছবি পাবেন। আশা করি আপনার বুঝতে সুবিধা হবে।
সবশেষ সেটআপ দেয়ার পর অনেক কষ্ট করে ওয়াইন সেটআপ দিয়েছি। অামার নেটের অবস্থা বেশি ভাল না। যেকারনে, ওয়াইন সেটআপ দিতে কয়েক ঘন্টা লেগেছে। যে কারনে প্রয়োজনীয় সফটওয়ারগুলো অফলাইনে ইন্সটল দিতে পারলে আমার সুবিধা হয়।
ভাই আপনি লাইভ বুট করে এই ব্যাকআপের কাজ গুলোই তো করবেন। যেমন: আগের সিস্টেমের home/আপানার ইউজার নেম ফোল্ডারের নথিপত্র, var/cache/apt/archives এর ভেতরে থাকা ডাউনলোড করা প্যাকেজ সমূহ ইত্যাদি। এগুলোকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
এছাড়া, আমাকে প্রায়ই ফটোসপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়। ফটোসপ, ইলাস্ট্রেটর, ওয়াইন, কংকিসহ যে সকল সফটওয়ার প্রায়ই দরকার হয় এগুলোর সিডি কিভাবে পেতে পারি? একটু জানাবেন। অার যদি কারো সংগ্রহে থাকে তাহলে একটু সাড়া দিয়েন প্লীজ।
চুরির দুনিয়া ছেড়ে মুক্ত প্রযুক্তির দুনিয়াতে এসেও যদি ওই চোরাই সফটওয়্যারগুলোই ব্যবহার করেন তো আখেরে লাভ কি হলো? ছুরি তরমুজের উপরে পড়ুক আর তরমুজ ছুরির উপরে পড়ুক, কাটবে তো সেই তরমুজটাই। তাই না?
আপনি ফটোশপের বিকল্প হিসেবে গিম্প (GIMP) আর ইলাষ্ট্রেটরের বিকল্প হিসেবে ইন্কস্কেপ (Inkscape) এর ব্যবহার করতে পারেন। হয়তোবা অভ্যস্ত হতে কিছু সময় লাগবে। কিন্তু আশাকরি আপনার কাজের প্রয়োজনীয়তা খুব ভালোভাবেই মিটবে।
যাই হোক আপনাকে এই সমস্যাগুলো একত্রে সমাধানের জন্যেই বলেছিলাম অফলাইনে সরাসরি সাপোর্ট নিতে। আর আপনার প্রয়োজনীয় সব আপডেট সহ লিনাক্স মিন্ট ১২ তে ব্যবহার্য সফটগুলোর প্যাকেজ একত্রে রিপো ডিভিডি হিসেবে কুরিয়ার মারফত পেতে আপনি sos@fossbd.org তে একটা মেইল পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট কর্মকর্তা যথা দ্রুতসম্ভব আপনার সাথে যোগাযোগ করে নেবেন।
ভাই আপনি লাইভ বুট করে এই ব্যাকআপের কাজ গুলোই তো করবেন। যেমন: আগের সিস্টেমের home/আপানার ইউজার নেম ফোল্ডারের নথিপত্র, var/cache/apt/archives এর ভেতরে থাকা ডাউনলোড করা প্যাকেজ সমূহ ইত্যাদি। এগুলোকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ রিং ভাই। অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করার জন্য। ডাউনলোড করা প্যাকেজ সমূহ নতুন করে বুট করার পর কিভাবে ব্যবহার করতে পারবো, বিষয়টা আরেকটু খুলে লিখলে আমার জন্য সুবিধা হতো।
এছাড়া, আমাকে প্রায়ই ফটোসপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়। ফটোসপ, ইলাস্ট্রেটর, ওয়াইন, কংকিসহ যে সকল সফটওয়ার প্রায়ই দরকার হয় এগুলোর সিডি কিভাবে পেতে পারি? একটু জানাবেন। অার যদি কারো সংগ্রহে থাকে তাহলে একটু সাড়া দিয়েন প্লীজ।
রিং ভাই লিখেছেন:চুরির দুনিয়া ছেড়ে মুক্ত প্রযুক্তির দুনিয়াতে এসেও যদি ওই চোরাই সফটওয়্যারগুলোই ব্যবহার করেন তো আখেরে লাভ কি হলো? ছুরি তরমুজের উপরে পড়ুক আর তরমুজ ছুরির উপরে পড়ুক, কাটবে তো সেই তরমুজটাই। তাই না?
সেটা ঠিক। যেহেতু উইন্ডোজের ওই সফটওয়ার গুলোর কোন বিকল্প আমার কাছে ছিল না। তাই, ওয়াইন দিয়ে চলার চেষ্টা করছিলাম। যাহোক, ওগুলোর বিকল্প পেলে আর ওয়াইন লাগবে না।
আপনি ফটোশপের বিকল্প হিসেবে গিম্প (GIMP) আর ইলাষ্ট্রেটরের বিকল্প হিসেবে ইন্কস্কেপ (Inkscape) এর ব্যবহার করতে পারেন।
আপনার প্রয়োজনীয় সব আপডেট সহ লিনাক্স মিন্ট ১২ তে ব্যবহার্য সফটগুলোর প্যাকেজ একত্রে রিপো ডিভিডি হিসেবে কুরিয়ার মারফত পেতে আপনি sos@fossbd.org তে একটা মেইল পাঠিয়ে দিন।
মেইল পাঠিয়েছি। উইন্ডোজে ব্যবহৃত সফটওয়ার গুলোর বিকল্প, যা অফলাইন থেকে ইন্সটল করা যাবে। এরকম হলে ভাল হয়।
রিং ভাই সহ সকলকে আবারও ধন্যবাদ।
রিং ভাই লিখেছেন:ভাই আপনি লাইভ বুট করে এই ব্যাকআপের কাজ গুলোই তো করবেন। যেমন: আগের সিস্টেমের home/আপানার ইউজার নেম ফোল্ডারের নথিপত্র, var/cache/apt/archives এর ভেতরে থাকা ডাউনলোড করা প্যাকেজ সমূহ ইত্যাদি। এগুলোকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ রিং ভাই। অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করার জন্য। ডাউনলোড করা প্যাকেজ সমূহ নতুন করে বুট করার পর কিভাবে ব্যবহার করতে পারবো, বিষয়টা আরেকটু খুলে লিখলে আমার জন্য সুবিধা হতো।
বিষয়টা খুবই সহজ। যেখান থেকে প্রথমবারে কপি করে নিয়ে যাচ্ছেন ঠিক সেখানেই পুনরায় এনে রাখবেন।
১। এই কাজটা করার জন্য আপনি লাইভ সিডি/আইএসও থেকে বুট ও ক্লিন ইন্সটলেশনের কাজটা শেষ করার পর মেশিন রিবুট না করে আরো কিছুক্ষন চালাবার অপশনটি বেছে নিন।
২। এরপর আপনার হার্ডডিস্ক/পেনড্রাইভ থেকে ব্যাকআপ নেয়া প্যাকেজগুলো কপি করে এনে সেই সোর্স ফোল্ডারটাতে ছেড়ে দিন। তারপর মেশিন রিবুট করুন।
ব্যস এবার মেশিন রিবুট করে এসে, নেটে কানেক্টেড হয়ে, আপডেট কমান্ড দিয়েই দেখুন কি তেলেসমাতি!!! নতুন দু'য়েকটা আপডেট ছাড়া আর প্রায় সব প্যাকেজই ডাউনলোডেড হিসেবে পেয়ে যাবেন এবং ঝটপট আপডেট এর কাজটাও সুসম্পন্ন হয়ে যাবে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » উইনডো রিসাইজ সমস্যা
০.০৭৯৫৮৫০৭৫৩৭৮৪১৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.১৩৫৪০৩৯১৩৬৭৪ টি কোয়েরী চলেছে