টপিকঃ কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

১. কানাডার সবচেয়ে ভাল ইউনিভার্সিটি কোনটি?

কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ইত্যাদি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি আছে (আমি ঠিক জানিনা) তবে সেগুলো ততটা আলোচনায় আসেনা।

এখানকার ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কারণে কোন ইউনিভার্সিটি ভাল বা কোনটি সেরা এরকম সরকারি কোন ড়্যাংকিং নেই। এমনটি করাও হয়না। তবে বেসরকারিভাবে অনেকেই এমন ড়্যাংক করে থাকে, যেমন ম্যাকলিনস। তবে ম্যাকলিনস-এর ড়্যাংকিং নিয়ে খোদ কানাডার অনেক নামকরা ইউনিভার্সিটিই সম্প্রতি অভিযোগ তুলেছে এবং সেসব ইউনিভার্সিটি ম্যাকলিনস-এর ড়্যাংকিংএ অংশ নেয়না। ইউনিভার্সিটিগুলোর বিষয়বৈচিত্র, প্রাদেশিক অবস্থান (কোন প্রদেশে অবস্থিত), ও অন্যান্য বিচারে নিজেদের মধ্যে তুলনা করা প্রায় অসম্ভব। কোন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংএ ভাল করছে, আবার কোনটি হয়তো এমবিএ'র জন্য খ্যাতনামা। ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো ভাল বলে পরিচিত তাদের মধ্যে কোনটি হয়তো আন্ডারগ্র্যাডের জন্য ভাল (নামকরা) আবার কোনটি গ্র্যাড লেভেলের জন্য ভাল।

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

প্রকৃতিপ্রেমিক ভাই, ধন্যবাদ; এগিয়ে আসার জন্যে। আপনার কাছে আরও তথ্য আশা করছি।

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

ইউনিভর্সিটি RANKING সংক্রান্ত এপর্যন্ত যতগুলো ওয়েব দেখলাম কোনটিই আমার কাছে নীর্ভরযোগ্য মনে হয়নি। তবুও কিছু ভার্সিটি কিছু কিছু ক্ষেত্রে বেশ ভাল করছে। আলোচনাটি আরেকটু বিস্তারিত করতে পারেন.... আমাদের দেশে এসব নিয়ে স্টুডেন্টদের মাঝে প্রচুর কনফিউশন আছে।

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

সেই কথাটাই বলতে চেয়েছি। এখানে কোন ইউনিভার্সিটিই ইউনিফর্মলি 'সেরা' নয়-- সেটা হওয়া সম্ভবও নয়। তবে একটা বিষয় আমি সবাইকে বলতে চাই (বাংলাদেশীরা এটা বুঝতে চাইবেনা, তাও বলি) সবচেয়ে সেরা বা 'প্রচলিত সেরা' ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কিন্তু প্রায় অসম্ভব (বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড নিয়ে)। হলেও সেখানে টিকা অনেক কঠিন। স্পেসিফিক প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করে যাব।

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

ভাল ভার্সিটি দরকার নাই।কোন ভার্সিটিতে সহজে যেতে পারব তা লিখুন।নিজের খরচ নিজে চালাতে পারবতো?masters লেভেলে
পড়ে কত দিন চাকরি করতে পারব?

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

প্রকৃতিপ্রেমিক ভাইকে ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য

যা আপনার দুর্বলতা, সেটাই আপনার সবচে শক্তিশালী দিক হতে পারে...

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

অনেকেই কানাডয়া যেতে চায়। কেন চায় জানিনা। আমি ও চাই যেতে। তবে ঠিক কানাডা নয়। দেশের বাইরে ভাল ওয়েদার আছে, এমন কোথাও।
এজন্য যেকোন পড়াশোনার টেকনিক অবলম্বন করাটাই মনে হয় বেস্ট।  big_smile
সেদিক দিয়ে আমার অবস্থা সবচেয়ে খারাপ।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

কানাডায় physics পরতে চাই।

১১

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

আমি কনাডাতে এম.বি.এ করতে চাই। আমি হিসাব বিজ্ঞান এ ৪ বছর মেয়াদী স্নাতক পাস করেছি। কিভাবে কানাডা যেতে পারি? পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ আছে কি? বিস-ারিত জানালে খুবই উপকৃত হব।

১২

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

ভাই মেডিকেল নাই কোনো পোষ্ট গ্রাড্যুয়েশন এর জন্য?এগুলোই যেতে চাইলে কি লাগে???IELTS/TOEFL?

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

১৩

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

সুন্দর পরিকল্পনা

১৫

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

১৬

Re: কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

hairpull hairpull hairpull আব্দুস সাত্তার ভাইয়ের মত আমিও জানতে চাই........  hairpull hairpull hairpull

" আমি নতুন ,আমি নতুন প্রজন্মের পথিক
           অনেক জানার আগ্রহ নিয়ে এসেছি এই প্রজন্মে "