টপিকঃ সেরা ছড়া-কবিতা - ২০১১
২০১১ সালে প্রজন্ম ফোরামের ছড়া-কবিতা বিভাগের সেরা লেখা নির্বাচনের জন্য সদস্যদের প্রস্তাবনা ও বিশেষজ্ঞের রায় থেকে সর্বোচ্চ প্রস্তাবিত ৫টি কবিতা হল
নাগরিক বিচ্ছিন্নতা এবং প্রশ্নমুখর আমি - উদাসীন
একটি লিস্ট - নাদিয়া জামান
বহু আকাঙ্ক্ষিতের ভিড়ে - নাকিব
অবিন্যস্ত অভিমান ...... - Neela
অন্তর্দাহ - ojorkhechor
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার মহান দ্বায়িত্ব আপনাদের সবার ।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য