টপিকঃ চলুন পরিচিত হই অদ্ভুত কিছু রোগের সাথে
১. Demonomania : ডিমনোম্যনিয়া:
এই রোগের কারণ হলো হরর মুভি। বেশীর ভাগ হরর মুভিতেই দেখানো হয় যে শয়তানে ধরলে কি রকম এটিচুড মানুষ-জন শো করে। এগুলো দেখে দেখে একটা সময় মানুষ ভয় পেতে থাকে এই ধরনের লোক জনকে। পরিনতি স্বরূপ নিজেকেই পসেসড ভাবতে শুরু করে। মনে করে আমার মধ্যেও বুঝি শয়তানে ভয় করেছে
। এবং তাদের আচরণ এও এই ধরনের অবসেশন লক্ষ্য করা যায়।
২. Clinomania: ক্লিনোম্যনিয়া
শীতের দিন একটু বেশীক্ষন শুয়ে থাকতে চাওয়া খারাপ কিছু না আসলে। তবে ক্লিনোম্যনিয়া'র রোগীদের জন্য শীত গ্রীষ্মের কোনো বালাই নেই। এদের সারাবছরই বিছানায়, চাদর বা ব্ল্যাংকেটের নিচে শুয়ে থাকার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। সারকথা হলো অতিরিক্ত ঘুমানোর অবসেশন এবং সারাদিন কাথা, বালিশ নিয়ে শুয়ে থাকা
৩. Onomatomania: অনমাটোম্যনিয়া
এটা হলো স্পেসিফিক কিছু ওয়ার্ড বার বার রিপিট করার টেন্ডেন্সি। কথায় কথায় একটা শব্দ ব্যবহার করতে চাওয়া।
৪. Gamomania: গ্যমোম্যনিয়া
এটা হলো সবাইকে বিয়ে করার প্রস্তাব পাঠানোর ইচ্ছা। এই ধরণের লোক একসাথে অনেক মানুষকে বিয়ে করার ইচ্ছা পোষন করে এবং বেশী ভাগই একের অধিক বিয়ে করে। (তহমিদ )
৫. Cartacoethes: ক্যর্টাকোথেস
এটা হলো ম্যপ নিয়ে অবসেশন। মানুষ ব্রেইন সব জায়গায় ফেইস চিনতে অভস্থ্য হলেও সব জায়গায় ম্যপ দেখার ব্যপারটা কিন্তু একটু অবাক করার মতই। এরা ইভেন খাবারের মধ্যেই বিভিন্ন ম্যপের শেইপ দেখতে পায়।