টপিকঃ উইন্ডোজ এক্সপির ভিস্তা থিম
উইন্ডোজ এক্সপির ভিস্তা থিম খোজার চেষ্টা অনেকদিন থেকেই করছিলাম। কিছু থিম পেলেও ভাল মত কাজ করে না। আমার এক বন্ধু আমাকে কয়েকটা থিম দেয়। এর মধ্য একটা ভিস্তা ট্রান্সফরমার (Vista Transformation Pack ) । আমার পিসিতে ভিস্তা ট্রান্সফরমার ভালকরে চলেনি তাই আবার ভালোমত সার্চ করে পেলাম ভিস্তা মাইজার (VistaMizer)।
সফটপিডিয়া থেকে ডাউনলোড করে ইনস্টল করলাম। প্রথমে কিছু অপশন সমস্যা করছিল। পরে মোটামোটি একটা ভিস্তা থিম পেলাম।
আমার এক্সপিতে যেসব অপশন সমস্যা করে সেগুলি বাদ দিয়ে ইনস্টল করার জন্য দেখুন ......
http://forum.projanmo.com/uploads/2007/ … nstall.jpg
আর ডাউনলোড করার জন্য ......
http://www.softpedia.com/get/Desktop-En … izer.shtml
না পেলে ভিস্তা মাউজার (VistaMizer) লিখে সার্চ দিন
সাইজ প্রায় সাড়ে ২২ মেগাবাইট।
এক্সপি ছাড়াও উইন্ডোজ সার্ভার ২০০৩ এবং এমইসি অপারেটিং সিস্টেমে ভিতা মাইজার চলবে। এতে উইন্ডোজ সিস্টেম ফাইল গুলি পরিবর্তন হলেও পরে আবার আনইনস্টল করলে পূর্বের অবস্থায় ফিরে যায়।:clap:
ভিস্তার বুট স্ক্রীন, সাটডাঊন স্ক্রীন, লগ ইন এবং লগ আউট স্ক্রীন পাওয়া যায়। ভিস্তা সাউন্ড, স্ক্রীনসেভার, ফন্ট, ওয়ালপেপার, আইকন, কার্সার ইত্যাদি সব পাওয়া যায় ভিস্তা মাইজারে।