টপিকঃ বাঘ - খুবই ছোট্ট একটি গল্প
কিছুক্ষণ আগে প্রথম আলোতে একটা খবর দেখে মনটা এত খারাপ হলো, বলার মত না, তাই হঠাৎ নিচের গল্পটা মনের কল্পনার ভেসে উঠল, তাই লিখে ফেললাম।
প্রথম আলোর খবর: http://www.prothom-alo.com/detail/date/ … ews/210989
বাবাকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে দেখে আমি চুপচাপ নির্বাক হয়ে দাড়িয়ে রইলাম। বাবার বাচাও বাচাও ডাকটা ভয়ংকরভাবে আমাকে আঘাত করতে লাগল। কিশোর বয়সের ছোট্ট এ আমার মাঝে দুনিয়ার সবচে আপনজন বাবাকে কিছুই সাহায্য করতে না পারার এক অসহনীয় যন্ত্রণা বয়ে যেতে লাগল। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগল, আর আমি বাকরুদ্ধ হয়ে দাড়িয়ে রইলাম। আমার কি কিছুই করার নেই?? কেন? কেন?
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
হঠাৎ ভিতরে কি হলো জানি না। দ্রুত চোখ মুছে মাটিতে পড়ে থাকা বাবার শক্ত চোখা লাঠিটা ধরে পাগলের মত কখন বাঘের দিকে তেড়ে গেছি জানি না। ভিতর থেকে ভয়ংকর ক্রোধ আর বারবার চিৎকার দিয়ে বাঘটাকে পাগলের মত আঘাত করতে লাগলাম। বাঘের কিছুই হলো না। আমি আরো উন্মাদ হয়ে গেলাম। হাতের কাছে যা পেলাম তা দিয়ে বারবার বাঘটাকে আঘাত করতে লাগলাম, জীবন গেলে চলে যাক, কাদতে কাদতে গলা ভেংগে গেল, হাতের নখ ভেংগে রক্ত বের হয়ে আসতে লাগল। একসময় বেশ কয়েকজন আমাদের সাহায্যে এগিয়ে আসায় বাঘ পালিয়ে গেল। কাপড় দিয়ে সবাই বাবার শরীরের রক্ত বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করতে লাগল। রক্ত বন্ধ হয় না। বাবাকে নিয়ে নৌকা দ্রুতবেগে নিরাপদ স্থানে চলে যেতে লাগল। আমি রক্তাক্ত হাতে বাবাকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাদতে লাগলাম।
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম