টপিকঃ ফেসবুকে স্ট্যাটাস
আমার ৫ জন ক্লাসমেটের সাথে রিসেন্টলি বেশ ভাল একটা সম্পর্ক দাড়িয়ে গেছে। আগে কখনো কেউ কাউকে চিনতাম না, ১৮ মাস একসাথে পড়েও কখনো কথা হয়নি। এরা ৫ জন বেশ প্রাণবন্ত, হাসি-খুশি, সবসময়ই বেশ মজা করছে। তাদের সাথে পরিচয় হবার পর আমিও তাদের নিত্যদিনের হাসি-আনন্দে সম্পৃক্ত হলাম, বেশ ভাল লাগছে। আমি নিজেও তাদেরকে ফ্যামিলি মেম্বারদের মতই দেখি, তারাও আমাকে বেশ পছন্দ করে। ক্লাস ও ক্লাসের বাইরেও পড়ালেখা নিয়ে একে অপরকে অনেক সাহায্য করে থাকি। ওদের ঠিক পিছের সারিতেই আমি বসি, আর সারা ক্লাস জুড়েই বেশ মজা হয়, মাঝে মাঝে হাসতে হাসতে জান বের হয়ে যায়, তাছাড়া আমি একটু রসিক টাইপ মানুষ। সমগ্র ক্লাসই আমাদের ৬ জনের মজা করাটা বেশ উপভোগ করে, কেউ কেউ বেশ হিংসাও করে যদিও সেটা স্বাভাবিকভাবেই আমরা নিয়েছি। আর মাত্র কয়েকদিন, তারপর কে কোথায় যাব কে জানে। তাদের ফেসবুকের একাউন্ট দেখে আমার আক্কেল গুড়ুম। ঘাস, লতা-পাতা, বিরাট জনপথ, পাহাড়- এসব সবার প্রোফাইল পিক হিসেবে দেয়া, স্ট্যাটাস দেখে আরো অবাক। ক্লাসে গিয়ে তাদের ফেসবুক একাউন্ট নিয়ে ক্ষেপাতে শুরু করলাম আর নিচের লেখাটা বানিয়ে বানিয়ে লিখে তাদের দেখালাম, খুবই মজা হলো এটা নিয়ে। ভাবলাম প্রজন্মবাসীর সাথে ছোট্ট এই লেখাটা শেয়ার করি, আমরা ঠিক কিরকম মজা করি তার একটা আইডিয়া আপনি পাবেন এটা পড়লে : স্বপ্নীল
ফেসবুকে স্ট্যাটাস
লিখেছেন: বিরাট জ্ঞানী-গুণী মানুষ স্বপ্নীল
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
ফারহানা কবিরের ফেসবুক স্ট্যাটাস: ওরে, কে কোথায় আছিস? আমার গরু চুরি হয়ে গেছেরে.....
--ইশরাত জাহান, জেরিন খান, লিপি চৌধুরী এবং সুমাইয়া সুলতানা লাইক দিস।
লিপি চৌধুরী : কিলান চুরি অইলো বে?
ফারহানা কবির : জানিনা, জানতাম চাইও না, আমার গরু ফেরত দেও
লিপি চৌধুরী : আজিব! আমি তোমার গরু নিসি নি???
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
জেরিন খান : হেহে, লাগতাহে আপকো গরু কিসিকো সাথ ভাগ গেয়া
--ইশরাত জাহান, লিপি চৌধুরী এবং সুমাইয়া সুলতানা লাইক দিস।
ফারহানা কবির : অয় অয়, গরু তো এক্কেরে তোমার লাখান
--ইশরাত জাহান লাইক দিস।
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
ইশরাত জাহান : ডোন্ট ওরি মুক্তা, আই হেভ কাম, আমি আইচ্চি। তরে ঝাড়ু বাবার কাস থেকি এমুন তাবিজ আনিয়া দিমু যে তোর গরু এগু লগালগ ফেরত আইব্বো
-- ফারহানা কবির লাইক দিস।
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
সুমাইয়া সুলতানা: এই, তোমরা কিতা লইয়া অতো টেনশনো?
লিপি চৌধুরী : আইসোইন আরেক পন্ডিত
--জেরিন খান লাইক দিস।
জেরিন খান: তাইর প্রেমিক, আই মিন মিস্টার গরু ভাগি গেসে
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
সুমাইয়া সুলতানা: খুব বালা অইসে। অকন বইয়া বইয়া কান্দো আর গান গাও: ও গরু, ও গরু, তুমি কোথায়?
--ইশরাত জাহান এবং জেরিন খান লাইক দিস।
ফারহানা কবির : লাগতো নায় আমার গরু খোজা, তোমরা হগলটি যেইন একখান বড় বড় গরু হেটা আমি খুব বালা বুঝতাম ফারসি
--ইশরাত জাহান, জেরিন খান, লিপি চৌধুরী এবং সুমাইয়া সুলতানা লাইক দিস।