Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
মডুদের ধন্যবাদ বিতর্কিত পোস্ট ডিলিট না করার জন্য। না হলে জটিল একটা মিস হতো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
মডুদের ধন্যবাদ বিতর্কিত পোস্ট ডিলিট না করার জন্য। না হলে জটিল একটা মিস হতো।
সারিম লিখেছেন:নেটে আসছে নাকি ?
নায়িকা কি নায়কের স্ত্রী নাকি?
ব্রাসু ভাই বলতে পারলাম না।মিডিয়া জগত নিয়ে খুবই কম জানি।
সারিম না ভাই জানি না।তবে বড়লোকে যেয়ে খোঁজ নিতে পারেন।টিভিতে দেখছিলাম তাও পুরা দেখিনি নর্তন কুর্দন ভরপুর মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের জ্বালায়।
আজকে পুরা টার্কিশ বাথ নিলাম।
রিয়েল লাইফ এক্সামপল হিসেবে বলা যেতে পারে, আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে বিশ্বসুন্দরী, আপনার কোন ফ্রেন্ডের জন্য তার গার্লফ্রেন্ড তার কাছে। এখন আরেকজনের কাছে গিয়ে যতই চেচান যে আপনার গার্লফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের থেকে বেশী সুন্দর, লাভ কি ?
এটা একটা ব্যাঙ এক্সাম্পল ৷ গার্লফ্রেন্ড ততক্ষণ বিশ্বসুন্দরী যতক্ষণ সে সামনে আছে..... সাক্ষাত মিটে গেলেই বাড়ি যাবার সময় পাশের সিটের গার্ল বিশ্বসুন্দরী
আর বন্ধুর গার্লফ্রেন্ডতো......
কেলানো ডংকী অরুণের হাতি পোষার শখ হলো যে! ইয়ে করতে যেয়ে শেষে মরবেন নাকি?
বউ পালুক হাত্তি পালুক সমস্যা নাই ।
আচ্ছা আপনার কি জানা আছে কোনটায় ইনিশিয়াল ইনভেষ্ট কম? আর কোনটায় রানিং ইনভেষ্ট বেশি?
কোন অভিজ্ঞতা নেই তো৷ তাই ঠিক করতে পারছিলাম না কোনটাতে ব্যবস্থা করবো big_smile
উপরের এই প্রশ্নটা করেছিলাম কিন্তু কোন উত্তর পাইনি৷ তাই ভাবলাই এই বুড়ো বয়সে একটা হাতি-ই পুষিনা কেন?
তা উদাসীন ভাই আপনার কোন আইডিয়া থাকলে দেন না, এখনতো পুষি নাই, কেবল ভেবেছি মাত্র৷
@ উদাসীন - মনটা খারাপ হল কেন? যদিও ওই শীতের দেশে এই মন খারাপটা খুব কমন ব্যাপার তাই না? আমার আবার শীতকালে বিকেলবেলা মাঝে মাঝেই মন খুব খারাপ হয়ে যায়..... আসলে কেউ দণ্ড-দেবারও তো নাই
কেলানো ডংকী অরুণের হাতি পোষার শখ হলো যে! ইয়ে করতে যেয়ে শেষে মরবেন নাকি?
![]()
উনি মনে হয় হাতি মরা পর্যন্ত অপেক্ষা করবেন। মরা হাতির দাম লাখ টাকাতো।
উদাসীন লিখেছেন:কেলানো ডংকী অরুণের হাতি পোষার শখ হলো যে! ইয়ে করতে যেয়ে শেষে মরবেন নাকি?
![]()
উনি মনে হয় হাতি মরা পর্যন্ত অপেক্ষা করবেন। মরা হাতির দাম লাখ টাকাতো।
বুঝতে পারছি আপনাদের চোখ লেগে গেছে.... আর হাতি পুষব না৷ বউ পুষবো৷ একই এলাকার, ভিন্ন অফিসে কাজ করবে আর কই মাছ কুটতে জানবে, দই বসাতে পারা টা অপশনাল৷
জেলাল লিখেছেন:উনি মনে হয় হাতি মরা পর্যন্ত অপেক্ষা করবেন। মরা হাতির দাম লাখ টাকাতো।
বুঝতে পারছি আপনাদের চোখ লেগে গেছে.... আর হাতি পুষব না৷ জিরাফ পুষবো৷
লম্বু জিরাফের গলার নাগাল পেতে খবর আছে। শ্রেকের সাথেতো বেশ খাতির। শ্রেক মিয়ার শালি-টালি নাই?
@অরুণদা, মন খারাপ..হু, আবহাওয়াটা একটু দেখেন:
তার উপর আজকে সকালে ফোরামে ঢুকেই নিন্দিত(!) কিছু কাজ-কর্ম করতে হলো। ভেবেছিলাম, একটা কবিতা কিংবা আমার সাই-ফাইটার একটা পর্ব দিবো, কিন্তু উৎসাহ পাচ্ছি না
তবে, আপনাদের সাথে খুনসুটি করে মনটা চাঙ্গা করার চেষ্টা করছি।
আমেরিকাতে নাকি ঝড় হচ্ছে ।
প্রজন্মের কিছু ফোরামিকদের কি অবস্তা
@ উদাসিনদা এসব ঘটনা এখন অতিত । অতিত যত সহজে ভুলা যায় ততই মঙ্গল ।
Don't argue with idiots because they will drag you down to their level and then beat you with experience
@অরুণদা, মন খারাপ..হু, আবহাওয়াটা একটু দেখেন:
তার উপর আজকে সকালে ফোরামে ঢুকেই নিন্দিত(!) কিছু কাজ-কর্ম করতে হলো। ভেবেছিলাম, একটা কবিতা কিংবা আমার সাই-ফাইটার একটা পর্ব দিবো, কিন্তু উৎসাহ পাচ্ছি না
![]()
তবে, আপনাদের সাথে খুনসুটি করে মনটা চাঙ্গা করার চেষ্টা করছি।
এই জন্যই পরিবারে বাব-প্রধান-বড় সন্তান হওয়াটা অনেক যন্ত্রণার৷ আমি সব জায়গায় ছোট (বুড্ডা কাকু )
, তাই বেঁচে গেছি৷
আর আপনার শহরের আকাশের যে মুখভারের ছবিটা দিয়েছন, সেরকম আকাশ হলে আমি সবার আগে জানলার ধারে চলে আসি (বাড়ি কিম্বা আমার দোকানে) বড় কাঁচের জানালার ধারে চুপ করে বসে থাকি.... টুপ টাপ করে বৃষ্টি পড়া দেখি..... ফাস্টফ্লোরে আমার দোকানটা, তাই উপর থেকে ছাতা মাথায় অর্ধস্নান অনেককেই দেখতে পাই৷ সেই ললনাদের বৃষ্টি থেকে বাঁচার নানান অঙ্গভঙ্গী কিন্তু বেশ ভালোই লাগে৷
উদাসীনদা কে ধন্যবাদ ব্যাবস্থা নেয়ার জন্য। ধর্ম, রাজনীতি উভয় বিষয়েই আমি সিদ্ধান্ত নিতে সবসময়ই একটু দ্বিধাবোধ করি। প্রত্যেকেরই নিজস্ব ধর্মবোধ এবং রাজনৈতিক পছন্দের ব্যাপার রয়েছে এবং এই দুইটি বিষয় বরাবরই যথেষ্ঠ স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এবং মডারেশনে কোনভাবে পক্ষপাতিত্বের ছাপ পড়ুক সেটি আমি চাই না, কাজেই নিরব থেকেছি, যদিও আরো কিছু কারন আছে।
সাম্প্রতিক অস্থির অবস্থার দীর্ঘস্থায়িত্বের ব্যাপারে আমার নিশ্চুপ থাকার কারনে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী সকলের কাছে।
হিন্দু ধর্মের কোন উৎসব আছে নাকি আজকে? বাসার চারপাশে পটকার আওয়াজে টেকা দায় হয়ে গেছে। এক ছেলে তো প্রায় গায়েই ছুড়ে মেরেছিল। লাফ দিয়ে সরে যাওয়াতে আমি বেচে গেছি, বন্ধুর একটুর জন্য মাথায় লাগে নি। কি উদ্ভট এবং বিপদজনকভাবে এরা উৎসব পালন করছে !!! উৎসব অবশ্যই ভাল জিনিস, কিন্তু এভাবে ! যথাযথ ব্যারিয়ারের ভিতরে থাকাটাই সমীচিন ছিল, এরা রাস্তায় নেমে এসেছে পটকা নিয়ে।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
০.০৬৮৭১২৯৪৯৭৫২৮০৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৩৩৬৪৭৪৩৬০০৮৬ টি কোয়েরী চলেছে