Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
ফারহান খান লিখেছেন:আইয়া পইচ্চি পার্ট ২ তে , আজকাল মুভির সিকুয়েলের মতো টপিকও সিকুয়েলি আইতেচে , দেশ ডিগু হৈচে। এটা এখন প্ররমানিত
তা ভাই, আপনি আসতে এতো দেরী করলেন যে? এতোরাতে আবার ট্রাফিক জ্যাম ছিল নাকি?
ভাই নেট এ হেবি জ্যাম , মনের মাঝেও জ্যাম