Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
এন্ড্রয়েডজ্ঞ রা, ১৩,০০০ টাকা দাম হিসেবে স্যামসাং গ্যালাক্সী ইয়ং কেমন হবে??
ডেক্সটার প্রথম পর্ব দেখলাম কাল, ইন্টারেস্টিং। ডিক্সি তো মেয়েদের সিরিয়াল মিয়া
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
এন্ড্রয়েডজ্ঞ রা, ১৩,০০০ টাকা দাম হিসেবে স্যামসাং গ্যালাক্সী ইয়ং কেমন হবে??
ডেক্সটার প্রথম পর্ব দেখলাম কাল, ইন্টারেস্টিং। ডিক্সি তো মেয়েদের সিরিয়াল মিয়া
পড়াশোনা ভালোই লাগে শুধু পরীক্ষাই ভালো লাগে না।
এন্ড্রয়েডজ্ঞ রা, ১৩,০০০ টাকা দাম হিসেবে স্যামসাং গ্যালাক্সী ইয়ং কেমন হবে??
ডিসপ্লে রেজ্যুলেশন কম, মিনিমাম HVGA (320x480) না হলে মজা কমে যায়।
ক্যামেরা রেজ্যুলেশনও কম, তবে মোবাইলের ক্যামেরার উপরে একজন ডাক্তার নির্ভর করবে বলে মনে হয় না। ডিএসএলআর সামনেই কিনতেছেন ধরা যায়।
এর বাইরে প্রসেসর, র্যাম বা টেকনিক্যাল স্পেক বেশ ভাল। অন্তত দামের তুলনায় অনেক অনেক ভাল।
যদি বাজেট খুবই লিমিট করেন, তাহলে এটার থেকে বেষ্ট কোন সাজেশন নেই।
আপডেটঃ আপনার ওই লিংকের সাথে কিছু ডাটা মিলে না, মোর রিলায়েবল ডেটা এখানে পাবেনঃ
http://www.gsmarena.com/samsung_galaxy_y_s5360-4117.php
ডেক্সটার প্রথম পর্ব দেখলাম কাল, ইন্টারেস্টিং।
হুমম . . . তা আর বলতে! সিজন ১ – এ আইস ট্রাক কিলারের পর সিজন ২ – এ এসেছে বে হার্বর বুচার!
এবার সিজন ৩ – এ কী/কে আসে দেখা যাক।
ডিক্সি তো মেয়েদের সিরিয়াল মিয়া
কিঞ্চিত! তবে দেখতে অত খারাপ লাগছে না।
ডিসপ্লে রেজ্যুলেশন কম, মিনিমাম HVGA (320x480) না হলে মজা কমে যায়।
ক্যামেরা রেজ্যুলেশনও কম, তবে মোবাইলের ক্যামেরার উপরে একজন ডাক্তার নির্ভর করবে বলে মনে হয় না। ডিএসএলআর সামনেই কিনতেছেন ধরা যায়।এর বাইরে প্রসেসর, র্যাম বা টেকনিক্যাল স্পেক বেশ ভাল। অন্তত দামের তুলনায় অনেক ভাল।
যদি বাজেট লিমিট চিন্তা করেন, তাহলে এটা কিনতে পারেন।
বাজেট লিমিটেড না, কিন্তু আসলে মোবাইলের পিছনে বেশি টাকা খরচ করে আমার লাভ নেই। মোবাইলের বেসিক কাজ, কল করা/ধরা/মেসেজ আদান প্রদান আর ব্রাউজিং ছাড়া অন্য কিছু করা হয়ে উঠেনা।
ডি এস এল আর না থাকলে বিয়ে করবেনা, এইরকম একটা হুমকি খাইসি কিছুদিন আগে । কি যুগ আইলো।
এন্ড্রয়েডজ্ঞ রা, ১৩,০০০ টাকা দাম হিসেবে স্যামসাং গ্যালাক্সী ইয়ং কেমন হবে??
দামটা একটু বেশি মনে হচ্ছে.
ইন্ডিয়াতে ৬৮০০ রুপিতে বিক্রি হচ্ছে এই সেট.
সেই হিসাবে ম্যাক্সিমাম ১১০০০ টাকা হতে পারতো এর দাম.
তবে সেট খারাপ না!
বাজেট লিমিটেড না, কিন্তু আসলে মোবাইলের পিছনে বেশি টাকা খরচ করে আমার লাভ নেই। মোবাইলের বেসিক কাজ, কল করা/ধরা/মেসেজ আদান প্রদান আর ব্রাউজিং ছাড়া অন্য কিছু করা হয়ে উঠেনা।
ডি এস এল আর না থাকলে বিয়ে করবেনা, এইরকম একটা হুমকি খাইসি কিছুদিন আগে
। কি যুগ আইলো।
সেটাই বললাম, বাজেট হিসেবে খুবই ভাল ফোন, তবে ওভারঅল হিসেবে অত ভাল না, বেশীরভাগ ক্ষেত্রেই প্রসেসর হাই তোলা ছাড়া কিছু করবে না মনে হয়।
হ্যান্ডস অন ডিটেইল রিভিউ পড়তে পারেন এখানে ঃ http://www.gsmarena.com/samsung_s5360_g … ew-680.php
আর, ডিএসএলআর এর ক্ষেত্রে মনে হয় কথাটা সত্যি, রাজু ভাইকেও দেখলাম ডিএসএলআর কেনার পর পরই বিয়ে হয়ে গেল।
যাইহোক, ধরে নেন আমারও একখানা ডিএসএলআর খুব শীঘ্রই হতে যাচ্ছে (ইনফ্যাক্ট সকালবেলাতেই)
নাকিব ভাই, এ্যালিয়াস (টিভি সিরিজ) দেখেছেন কি?
যাইহোক, ধরে নেন আমারও একখানা ডিএসএলআর খুব শীঘ্রই হতে যাচ্ছে (ইনফ্যাক্ট সকালবেলাতেই)
ইতা কিতা কন!
পার্ট ২ কখন এলো?
নাকিব লিখেছেন:ডি এস এল আর না থাকলে বিয়ে করবেনা, এইরকম একটা হুমকি খাইসি কিছুদিন আগে
। কি যুগ আইলো।
আমাগো সময় তো কইবো, সুপার কম্পিউটার ঘরে না থাকলে...
![]()
![]()
আমরাতো (আগের) মনে হয় এ ঝামেলা থেকে বেঁচে গেছি।
অয়ন, ওইভাবে দেখিনাই। এ এক্স এন এ দেখাত আগে, মাঝে মধ্যে অল্প দেখতাম।
নাকিব ভাই, এ্যালিয়াস (টিভি সিরিজ) দেখেছেন কি?
আচ্ছা ইয়ং পিডিএফ বা পাওয়ার পয়েন্ট পড়বার জন্য কেমন হবে?
মেহেদী তাহলে বিকালেই শুভ কাজ সেরে ফেল।
স্বপ্নীল ভাই যেখানে আমি আছি সেখানে...।
শান্ত বালক লিখেছেন:পার্ট ২ কখন এলো?
মজা মিস করেছেন ভাইজান।
হ্যা ভাই, মিস হয়ে গেল। খেতে গিয়েছিলাম তখন।
শান্ত বালক লিখেছেন:পার্ট ২ কখন এলো?
মজা মিস করেছেন ভাইজান।
হুম.. সব ইমরান এর ক্রেডিট
স্বপ্নীল ভাই যেখানে আমি আছি সেখানে...।
হেহেহে.. গুড গুড
আইয়া পইচ্চি পার্ট ২ তে , আজকাল মুভির সিকুয়েলের মতো টপিকও সিকুয়েলি আইতেচে , দেশ ডিগু হৈচে। এটা এখন প্ররমানিত
আইয়া পইচ্চি পার্ট ২ তে , আজকাল মুভির সিকুয়েলের মতো টপিকও সিকুয়েলি আইতেচে , দেশ ডিগু হৈচে। এটা এখন প্ররমানিত
তা ভাই, আপনি আসতে এতো দেরী করলেন যে? এতোরাতে আবার ট্রাফিক জ্যাম ছিল নাকি?
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
০.০৯১২২৬৮১৬১৭৭৩৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০৩৭২৯৪৩২৬৪১৭ টি কোয়েরী চলেছে