টপিকঃ প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি
আজকে থেকে যাত্রা শুরু হল প্রজন্ম.কম এর আরও একটি নতুন সেবা'র। সেটি হল প্রজন্ম ওয়েব ডাইরেক্টরি যা প্রজন্মের অন্যান্য সেবার মতই সম্পূর্ণ বাংলায়।
খুব সম্ভবত: বিশ্বে এটি প্রথম সম্পূর্ণ বাংলা ওয়েবসাইট ডাইরেক্টরি। অনেক ওয়েব ডাইরেক্টরি থাকলেও সবগুলোই ইংরেজিতে। আর প্রজন্ম.কম ই ঘটাল সেই ব্যতিক্রমটি।
বাংলাদেশে রয়েছে (আনুমানিক) ১০,০০০ এরও অধিক ওয়েবসাইট। এছাড়াও প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। সবগুলো ওয়েবসাইটকে আরও সহজে খুঁজে পাওয়ার জন্যই এ সেবাটি চালু হল।
এর ঠিকানা: http://web.projanmo.com
সাইটটি আজকেই শুরু করা হল। প্রজন্ম ফোরামের সদস্যদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি:
আপনাদের জানা ওয়েবসাইটগুলোকে এখানে যুক্ত করে এর অগ্রগতিতে সাহায্য করুন। কারণ ১/২ জনের পক্ষ্যে এতবড় কাজ করা সম্ভব নয়। আপনাদের সাহায্যই আমার চলার পথে অনুপ্রেরণা হবে।
এছাড়াও আরও কি কি বিভাগ যোগ করা যায় এবং কিভাবে সাজালে ভাল হবে সে ব্যাপারেও আপনার মতামত চাইছি।
সবার মতামত অপেক্ষায়!
ধন্যবাদ।