টপিকঃ মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

ধন্যবাদ ক্লিয়ার করার জন্য।

অনেকে বলে থাকে বেশী মুভি দেখলে বা গেম খেললে বুদ্ধি কমে এটা কি ঠিক ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

hit like thunder and disappear like smoke

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

নাকিব ভাই এটা একটা বিতর্কিত বিষয়। মনে হয় না এ বিষয়ে এত সহজে একটা স্বীদ্ধান্ত বলে দেয়া ঠিক।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (০৬-১২-২০১১ ২০:৩৫)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

আপনারা আমার টপিকের ব্যপারটা ভাল বুঝতে পারেননি।
ধরুন এই ফোরামের সারিম আর উদাসীন এই দুইজনের কথা।
সারিম সারাদিন বসে কলম ভাঙলেও উদাসীন দার মত কবিতা লিখতে পারবেনা।
সম্ভবত উদাসীনদাও সারাদিন বসে কি-বোর্ড ভাঙলেও সারিমের মত প্রোগ্রামিং পারবেনা। (আমি যদিও জানিনা, উদাসীনদার পেশা কি, রুপক অর্থে বলা।)

কার ব্রেইনের কোন ইন্ডিভিজুয়াল অংশ ভাল কাজ করে সেটা তো আমার টপিকের বিষয়বস্তু না।
আমি যেটা বলতে চেয়েছি তা হচ্ছে, উদাসীনদা এবং সারিম দুজনই তাদের মস্তিষ্কের ১০০% ব্যবহার করছেন। এটা ভাবার কোন কারন নেই যে উনাদের মধ্যে একজন তার মস্তিষ্কের ১০% আরেকজন ৫০% ব্যবহার করছেন।
আশা করি বুঝাতে পেরেছি, ধন্যবাদ।

ডেডলক - এরকম কোন কিছু আমার জানা নেই। বরং সমীক্ষায় দেখা গেছে, যেসমস্ত সার্জন গেমিং ব্যাকগ্রাঊন্ড থেকে এসেছে বা এখনো খেলেন, তাদের হ্যান্ড-আই কো- অর্ডিনেশন অন্যান্য সার্জনদের তুলনায় ভাল।

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৬-১২-২০১১ ২০:৪৩)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

অনেক কিছু জানলাম।

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৬-১২-২০১১ ২১:০২)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

নাকিব ভাই ব্রেন কেমনে বেশি কাজে লাগান যায়, সেইডা ও একটু লেইখেন  mail

টপিকের জন্য ধন্যবাদ  thumbs_up

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৬-১২-২০১১ ২৩:২১)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

Calm... like a bomb.

১১

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

১৩

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

ও আচ্ছা আচ্ছা....। যাক অনেক কিছু জানলাম। ধইন্যা ধইন্যা...।   smile

একদিনে এতো কিছু জেনে ত এখন টেনশনে পড়ে গেলাম আমার ব্রেন এতো কিছু সহ্য করতে পারবে ত!  ghusi প্যাঁচ না লাগায় ফেলে আবার...। dontsee

যা হোক আমি এখন ভাগি, নইলে... ওয়ার্নিং খাইতে পারি...।  tongue

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৪

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (০৭-১২-২০১১ ০০:২১)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

hit like thunder and disappear like smoke

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৭-১২-২০১১ ০০:৫৩)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

মূর্খ কি কইল না কইল আমি কিছু বুঝবার পারলাম না!  whats_the_matter


মস্তিষ্কের হাজার হাজার নিউরন সেল আছে, মানে একটু হাই-ফাই কোষ। এমন না যে কয়েকশ' কোষ মিলে চোখের দেখার কাজ করছে, আর কয়েকশ কোষ মিলে আঙ্গুলগুলোকে চালাচ্ছে। আর কয়েক হাজার কোষ বসে বসে চিন্তা-ভাবনা করছে আর বাকি কোষগুলো রেস্ট নিয়ে নিচ্ছে। সো মস্তিস্কের ২% কাজ করতেছে আর বাকিগুলো ঠান্ডা মেরে আছে। যখন ঘুমায় থাকব, তখন যেহেতু দেখার কাজ নেই, তাই চোখের দেখাশুনাকারী কোষ ঘুমাচ্ছে, আর হার্টের দেখাশুনাকারী কোষগুলোর ভারী বিপদ, এক মূহুর্ত রেস্ট নেই। ঘুমালেও না। কিন্তু এরকম হয় না।

মস্তিস্কের সব কোষগুলো মিলে একটা মাকড়সার জালের চেয়েও ভ্যাজাইল্যা নেটওয়ার্ক তৈরী করে। এবং কোষগুলো ভাগাভাগি করে সবাই সব কাজ করে। সুতরাং যে অবস্থাতেই থাকি না কেন ব্রেনের সব কোষগুলোই কাজ করে যাচ্ছে। ডান-বাম-উপর-নিচে ভিতরে বাইরে কোন কোষ বসে নেই। একটা শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে এমনভাবে কাজগুলো করছে যেন সবগুলো কোষ একটাই কোষ! সবগুলো কোষ মিলে ১০০% ব্রেন।

তবে এমন হতে পারে কোষগুলো আরও অনেক বেশি কাজ করতে পারত, চাই কি মগজ থেকে বের হয়ে কানের ফুটো দিয়ে সবার অজান্তে বের হয়ে মহাকাশ জয় করেও আসতে পারত, কিন্তু এই কাজটা ঠিক সে পেরে ওঠে না। (জাস্ট কিডিং) এরকম সবার মস্তিস্ক সবকিছু পারে না বলেই কেউ পড়ালেখায় ডাব্বা কিন্তু খেলাধুলায় ভালো আর কেউ কেউ আছে যাকে শত বুঝালেও কাজের জিনিসটা বুঝানো যায় না, সব অকাজের জিনিস বুঝে বসে থাকে। যেমন বাংলাদেশের রাজনীতিবীদরা!  ghusi তাদের ব্রেনের কার্যক্ষমতা দারিদ্রসীমার নিচে।  hehe

আবার যখন তুমি কম্পিউটার গেইম খেলছ তখন তোমার পাশে ফোন বাজলে যেমন শোনার কথা, দূর থেকে আম্মু ডাক দিলেও শোনার কথা। কিন্তু ২য়টা তুমি শুনতে পাও না কারন তোমার ব্রেনের ওই কাজটাকে তুমি পাত্তা দিচ্ছ না। কিন্তু তোমার ব্রেন ১০০% ঠিকই কাজ করছে।

আল্লাহ জানে কি বুঝছি, আর কি বলছি, আর কি বুঝাইছি, আর পাবলিকে কি বুঝছে? আচ্ছা আমি কি বুঝছি? whats_the_matter  tongue_smile

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৭

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

১৯

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

ব্রাসু ভাই পর্যন্ত যাইয়া আমার ব্রেনের কার্যক্ষমতা যা ছিল তা ওই পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে টেণ্ডস টু যিরো তে চলা গেছে । বাকি কমেন্টগুলো পরলাম নাহ । পরলে শেষে পুরাই যিরো হয়ে যাবে  ghusi

২০

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

মেডিক্যাল মিথ নিয়ে আরো লেখা আসুক।