সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (০৪-১২-২০১১ ০১:০০)

টপিকঃ মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

চমৎকার টাইমিং! clap কয়েকদিন আগেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। thinking

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। smile

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

কম আলোতে পড়লে চোখের ক্ষতি হলে আমার চোখের বারোটা এতদিনে বেজেই যেত । আমি সারাজীবনই কম আলোতে পড়তে পছন্দ করি ।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (০৪-১২-২০১১ ০১:০৩)

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

আমার সবসময় আলো আর যায়গা বেশি লাগে।
বিশাল এক টেবিলের উপরে টিউব লাইট জ্বালিয়ে পড়তে ভাল লাগে। পুরো ছাত্রজীবন তাই করে আসলাম।

আলো কম হলে চোখের মনি প্রসারিত হয়। তাতে বেশি আলো ঢোকে। এই প্রসারন হতে একটু সময় লাগে তাই আমরা হঠাৎ করে অন্ধকারে গেলে কিছুই দেখি না। দেখি নিকষ কাল অন্ধকার।
ঠিক একই কারণ লোডশেডিং এর সময় অনেকক্ষন অন্ধকারে থাকার পর যখন কারেন্ট আসে এবং লাইট জ্বলে ওঠে তখন আপনি চাইতে পারেন না। চোখ বন্ধ করে রাখতে হয়। তখন আসলে প্রসারিত মনি আবার সংকোচিত হওয়া শুরু করে।
এটা অনেকটা টেলিস্কোপের বা ক্যামেরার লেন্সের মত। যত বেশি ডায়ামিটার তত বেশি আলো।
এটা বর্গসুত্র মেনে চলে। মানে ডায়ামিটার যদি ২ গুন বড় হয় তাহলে ৪ গুন বেশি আলো প্রবেশ করে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

আচ্ছা কম আলোতে বই পড়া আর অন্ধকার ঘরে শুয়ে থেকে ল্যাপটপ চালানো তো আলাদা বিষয় ? কারন এখানে তো পর্যাপ্ত আলো আছে। ল্যাপটপের স্ক্রিন থেকে যথেষ্ট আলো বের হচ্ছে। কাজেই অন্ধকার ঘরে রাত জেগে শুয়ে থেকে ল্যাপটপ চালালে চোখের ক্ষতি হওয়ার সম্ভবনা আছে ? আমার আম্মা কিছুদিন থেকেই এ নিয়ে চিল্লাচিল্লি করতেছে, "অন্ধকারে ওইটা চালায়ে চোখ নষ্ট কর"

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

দারুন , যাক নিশ্চিত হওয়া গেল  big_smile

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

জোস লাগলো, আমি এক ফ্রেন্ডকে সিরিয়াস ঝাড়ি দিছিলাম এই আকাজ করার জন্যে। এখন তো দেখি.. whats_the_matter

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৪-১২-২০১১ ০২:৪৯)

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

তুমি ত কিচ্ছু জানো না,  ghusi আসলে তোমার দোষ নেই, ডাক্তাররা কিচ্ছু জানে না আসলে...। wink ওইযে নাপিতকে ডাক্তারি শেখানোর পর তার হাতজশ একদমই গেল...। ওই রকম আর কি।  hehe ডাক্তারি পড়লেই যে যা জানত সব ভুলে যায়...।  tongue_smile বেকুব হয়ে যায়।  ghusi এই তোমার মতো আর কি।   kidding

কে না জানে কম আলোতে চোখ পড়লে নষ্ট হয়। ghusi কত্তো দেখলাম! কম আলোতে পড়ে পড়ে চশমা নিছে...।  big_smile এই দেখ আমি চশমা পড়ি না, কারন আমি মোটেও তোমাদের মতো দুষ্টুমী করি না। আমি ভালো মেয়ে ত।  isee কম আলোতে আমি পড়িও না, ল্যাপিও চালাই না।  ghusi  tongue_smile

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১১

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

আমার বাসায় আব্বা সব রুমে লো পাওয়ারের এনার্জী সেভিং বালব লাগিয়ে রেখেছে। যেটা কিনা কখনোই সহ্য হয় না। চোখের উপরে সবসময়ই চাপ কাজ করে। এমনকি দীর্ঘক্ষন থেকেও দেখেছি ব্যাপারটাতে অভ্যস্ত হতে পারি নি। বরং উল্টা পরে ডিজিনেস কাজ করতো। যে কারনে বাসায় থাকলে রাতের বেলা আমি লাইট একদম অফ ই করে দেই।

১২

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

hit like thunder and disappear like smoke

১৩

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

অসাধারণ !

আচ্ছা একটা প্রশ্ন ছিলো, আলো ভর্তি রুমে মনিটরের দিকে তাকিয়ে থাকা এবং অন্ধকার রুমে মনিটর এর দিকে তাকিয়ে থাকার ফলে চোখে কি ধরণের পার্থক্য হতে পারে !

মানে আমি আসলে সাধারণত রাতে লাইট অফ করে পিসি চালাই !

১৪

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

১৫

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

সুন্দর লিখেছেন। অন্ধকারে মুভি দেখলে আমার চোখ অনেক সময় লাল হয় যায়। তাই এখন আলোতেই মুভি দেখি।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৬

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

আমি রাতে বাল্বের আলোতে খাতাপত্তর থেকে স্প্রেডশিটে নাম্বার তুলি। মাঝে চোখ লাল হত, একটু একটু চুলকানি হত। nailbiting নতুন চশমা নেওয়ার পরে কোন সমস্যা নেই। cool

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (০৪-১২-২০১১ ১০:২৫)

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

১৮

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?

ধন্যবাদ অনেক কিছু জানলাম।যদি কোনভাবে rod বাড়ানো যেতো,তাহলে তো একেবারে তো সুপার হিউম্যান হয়ে যেতাম।অন্তত একটা দিক থেকে।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২৭-০৭-২০১২ ০০:২৬)

Re: মেডিকাল মিথ -৬, কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয়?