টপিকঃ ব্লগস্পটে জাভাস্ক্রীপ্ট ব্যবহার ও গেমস
জানতাম না যে ব্লগস্পটে জাভাস্ক্রীপ্ট ব্যবহার করা যায়, অবশ্য ব্লগিং-এ আমি একদম নতুন। যাহোক কাস্টমাইজ পেজ-এ গিয়ে এ্যাড পেজ এলিমেন্ট সিলেক্ট করলে html/JavaScript নামে একটা গেজেট সিলেক্ট করলে জাভাস্ক্রীপ্ট লেখার অপশন দেয়। ডাইনামিকড্রাইভ থেকে ২ টা ফ্রী গেম নামিয়ে এ্যাড করে দিলাম !!
সেইসাথে নতুন শেখা ফেডিং ইফেক্ট ও সেন্টার পজিশন বিদ্যাও এপ্লাই করলাম।
একবার খেলে দেখুন না !
আমার ব্লগ।
http://www.amanpages.com/