টপিকঃ এ লজ্জার ভার কার?

Re: এ লজ্জার ভার কার?

আমি কি বলবো। আপনি তো আমার মন ভীষণ খারাপ করে দিলেন।

আমি এদের জন্ম নিয়ে সন্দিহান।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এ লজ্জার ভার কার?

আপনার কথায় আমি সমর্থন করি! দলটা পাকিস্তান না হয়ে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিস কিংবা শ্রীলঙ্কা হলেও কোন আপত্তি ছিল না।

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: এ লজ্জার ভার কার?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এ লজ্জার ভার কার?

রাজাকার দেকলেই আমার .... থাক ফোরাম দেকে লিকলাম না  hmm কয়েকদিন আগে এই টাইপ দুইজন এক টপিকে পাকিস্তান্রে ভুট দিয়া দৌড় দিছে  angry angry angry angry angry angry angry

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: এ লজ্জার ভার কার?

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: এ লজ্জার ভার কার?

আমি কিন্তু ভাই রাজাকারদের দলে নাই big_smile

তবে কেউ খেলায় নিজের দেশকে সাপোর্ট না করে অন্য দেশকে করলে তাতে সমস্যাটা কি ?
বিশ্বকাপের সময় প্রথম ম্যাচে আমাদের এলাকার একজনকে তো দেখেছিলাম ইন্ডিয়ার পতাকা নিয়ে যেতে (সাংবাদিকদের চোখে পড়ার জন্য মনে হয় tongue ) এতে করে কেউ রাজাকার হয়ে যায় না, এটা একেবারেই ফালতু কথা !


আমি এই দেশের সন্তান তাই আমার নিজের দেশের প্রতি আলাদা টান থাকবেই, তবে যদি কারো সেটা না থাকে তবে তো সে দেশের আইন ভংগ তো আর করে ফেলে নাই !

বি.দ্রঃ ঘৃণা সকল রাজাকারদের প্রতি, আরো ঘৃণা তাদের সমর্থনকারীদের প্রতি, তবে তার মানে এই নয় যে পাকিস্তানকে সাপোর্ট করলেই রাজাকার হয়ে যায় !

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০২-১২-২০১১ ০২:২৯)

Re: এ লজ্জার ভার কার?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এ লজ্জার ভার কার?

১০

Re: এ লজ্জার ভার কার?

নিজের চুল ছিড়ে ফেলতে ইচ্ছে করছে এদের কাজ কারবার দেখে  hairpull hairpull hairpull

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: এ লজ্জার ভার কার?

১২

Re: এ লজ্জার ভার কার?

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: এ লজ্জার ভার কার?

@ কুয়াশা: আমি পাকিস্তানকে সাপোর্টের তো প্রশ্নই আসে না। আর বাংলাদেশের বিপক্ষে অন্য কোন দেশকে সাপোর্টের প্রশ্নই আসে না। ভারত না ইংল্যান্ড না শ্রীলঙ্কা না।

আমার নিজের দেশ থাকতে কেন ভাই আমি অন্যকে সাপোর্ট করবো? আপনার কাথার অপব্যাখ্যা আমি করিনি। আপনি অন্য দল (পাকিস্তান ছাড়া) সপোর্টে দোষের কিছু দেখছেন না। আমি ভাই বিরাট দোষ দেখছি। দেশটা আমাদের- এটা যদি খারাপও হয়ে থাকে তা হলো করার দায়িত্বও আমাদের। এই দায়িত্ব অস্বীকার করে অন্যদের নিয়ে আনন্দিত হয়ার কিছু নেই।

আরা যারা পাকিস্তান প্রেমী- তাদের মনে হয় সঙ্গী সাথী সহ এই বাংলাদেশ ছেড়ে বোমার রাজ্যে যাওয়া উচিৎ।  thumbs_down thumbs_down thumbs_down

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৪

Re: এ লজ্জার ভার কার?

দেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়ানোটা মোটেই মানতে পারছি না!  angry

১৫

Re: এ লজ্জার ভার কার?

দেশের বিপক্ষে খেলায় আমি কখনই অন্য দলকে সাপোর্ট করাকে সাপোর্ট করি না। কারণ বাংলাদেশ আমাদের মাতৃভুমি। ঠিক যেমন আমি আমার মা কে সবচেয়ে ভালোবাসি (যেকোনো অবস্থাতেই) ঠিক তেমনি বাংলাদেশকে ভালোবাসি যত কিছু হয়ে যাক।
তবে অন্যদের মাঝে খেলা হলে ওইটা পাকিস্তান, ইন্ডিয়া যা ইচ্ছা হোক কোনো সমস্যা নাই, কারণ ওই প্লেয়ার গুলা আশা করি কোনো আকাম করে নাই।

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ডেন্টিস্ট সাইফ (০২-১২-২০১১ ১৫:১৫)

Re: এ লজ্জার ভার কার?

১৭

Re: এ লজ্জার ভার কার?

নিজের মা যত খারাপই তাকে যেমন খারাপ বলা যায়না ঠিক তেমনি যখন দেশের সাথে অন্য দেশের খেলা থাকে তখন নিজের দেশের খেলোয়াররা যতই বাজে খেলুক অন্য দেশকে সাপোর্ট করাটা মোটেও ঠিক না। সেটা পাকিস্তান হউক আর হিন্দুস্থান।
পাকিস্তান হলে সাপোর্ট করা যাবে না আর হিন্দুস্থান হলে সাপের্ট করা যাবে এ যুক্তিটা আমার কাছে আরো খারাপ লাগল। যারা পাকিস্তানকে সাপোর্ট করছে তারা রাজাকার আর যারা হিন্দুস্থান বা অন্য দেশকে সাপোর্ট করছে তারা কি ?

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ডেন্টিস্ট সাইফ (০২-১২-২০১১ ১৫:৫০)

Re: এ লজ্জার ভার কার?

১৯

Re: এ লজ্জার ভার কার?

ক্রিকেটে মানেই উত্থান-পতন

২০

Re: এ লজ্জার ভার কার?