টপিকঃ ভার্চুয়াল কিবোর্ড
ফোরামে পরীক্ষামূলকভাবে যুক্ত হল ভার্চুয়াল কিবোর্ড। ফলে কি বোর্ড ছাড়াও মাউসে ক্লিক করে টাইপ করা যাবে।
[টাইপিং পদ্ধতি নামে যে সেকশনটা আছে, সেখানে ভার্চুয়াল কিবোর্ড অপশনটি পাবেন]
ভার্চুয়াল কিবোর্ডটি সামহয়্যারইন ব্লগ থেকে নেয়া হয়েছে। সোর্সকোডে বেশ পরিবর্তন আনা হয়েছে। এটি পরীক্ষামূলক রিলিজ। কিবোর্ডটি আমাদের সাইটে ব্যবহার করতে সামহয়্যারইন এর কোন আপত্তি থাকলে তা সরিয়ে নিজেদের কিবোর্ড বসানো হবে। বেটা টেস্টিং পর্যায় শেষ হলে তাদের সাথে যোগাযোগ করে সিন্ধান্ত নেব।
ধন্যবাদ।
what to do?