টপিকঃ স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

বিদেশে উচ্চ শিক্ষার জন্যে পড়তে আসার ইচ্ছা সবারই কম বেশী থাকে। এর কারণ সম্পর্কে নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না। যারা এই টার্গেট কে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে তাদের জন্য আমার এই টপিক ডেডিকেটেড। এখানে সবকিছু আমার এবং আমার আরও অনেক বন্ধুর এক্সপেরিয়েন্সের আলোকে লিখা। আশা করি আপনাদের কাজে লাগবে।

বাংলাতে একটা কথা আছে 'গোড়ায় গলদ'। এখানেই আমাদের দেশের ছাত্রদের আসল সমস্যা। বেশী ভাগ ছাত্রই ভাবে বিদেশে পড়তে যাবার ব্যবস্থা করা হচ্ছে অনেক ভয়ানক একটা কাজ, যেটা বিশ্বস্ত হোমড়া-চোমড়া টাইপ কাউন্সেলর ছাড়া পসিবল না। সবচেয়ে আফসোসের ব্যপার হচ্ছে আপনি যাকে বিশ্বস্ত ভেবে আপনার নিজের ব্যপারে অগ্রসর হচ্ছেন তারাই হলো নাম্বার ওয়ান ফ্রড। প্রশ্ন আসবে মনে কি করে? এই ভদ্রলোক আমাকে সব উপায় বাতলে দিলো, যেখানে যেখানে পেপারস পাঠানো দরকার পাঠিয়ে দিলো, ইভেন এম্বেসীর ঠিকানা পর্যন্ত লিখে দিলো সব কিছু ফাইন্যল করার জন্য, তারপরেও সমস্যাটা কোথায়?

ঠিক আপনাকে তারা অনেক ইনফোরমেশন প্রভাইড করবে একটা মিষ্টি হাসি দিয়ে আলাপচারিতা করে। কিন্তু এইসব ইনফোরমেশন একটু চোখ খোলা রেখে অনলাইন ঘুরলেই আপনি পেয়ে যাবেন। এটা আসলেই কোনো বিগ ডিল না আজকের এই যুগে। একটা ইউনিভার্সিটি সম্পর্কে যত ইনফোরমেশন তারা আপনাকে একটা ছোট্ট ক্যটালগ করে দিবে, তার থেকে অনেক বেশী ইনফোরমেশন আপনি পাবেন সেই ইউনিভার্সিটির ওয়েব সাইটে। আপনাকে শুধু ছোটো ছোটো কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে জিনিস গুলো বের করে নিতে হবে।

একজন মানুষ নিজের সময় অপচয় করে আপনাকে এইসব বলে দিচ্ছে কেন? কারণ তারা আপনার থেকে প্রতিটা স্টেপে টাকা নিবে যার কিয়দংশ ভিসিবল আপনার কাছে। অযথা কেন নিজের টাকা আপনি আরেক জনকে দিবেন যে কিনা জেনে শুনে আপনাকে একটা ভুল পথে ঠেলে দিচ্ছে?

অনেক কমন কিছু ইনফোরমেশনের সাথে এরা আপনাকে আজগুবি কিছু কথা বলে দিবে যেগুলো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। কয়েকটা উদাহরণ দিলেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে:

আমি যখন ইউ,এস এম্বেসী ফেইস করার প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমাকে বলা হয়েছিলো যে আপনার স্পন্সর যদি এম্রিকান হয়ে থাকে তাহলে আপনি ভিসা পাবেন না। এও বলেছিলো যে এটা নাকি এম্রিকান ইমিগ্রেশনের ল যে আপনি এম্রিকার গভর্ণমেন্টের অর্থ দিয়ে এম্রিকাতে পড়াশোনা করতে পারবেন না। ব্যপারটা পুরোপুরি ভুয়া যেটা আমি টের পেয়েছিলাম দেখেই কেয়ার করি নাই।

সুন্দর আপনাকে কয়েকটা কলেজের লিস্ট দিয়ে বলবে এগুলোতে পড়তে গেলে ভিসা পাওয়া সহজ, ট্যুইশন কম এবং বলবে গেলেই চাকরী পাবেন এইটা কোনো ব্যপারই না। রিয়েলিটি তো আসলে সেটা না, এই ওয়ার্ল্ডের ইকনমিক কন্ডিশনে কোয়ালিফাইড রাই চাকরী পাওয়া নিয়ে টানাটানিতে পড়েন আর সেখানে আপনি একটা দেশে এলিয়েন হিসেবে গিয়ে কলেজের ডিগ্রী নিয়ে কি করে আশা করেন এত সহজে চাকরী পাবার? যেটার ঘানি আলটিমেইটলি পড়ে গিয়ে টানতে হয় স্টুডেন্টদের বাবা-মা'র।

এছাড়াও এরা অনেক ইউনিভার্সিটির ট্যুইশন প্রসেসিং শুরু করার আগেই নানান জিনিশ বুঝিয়ে হাতিয়ে নেন। পরবর্তীতে আপনার সেই টাকা পাবার সম্ভাবনা নেই বললেই চলে। এমনও হয় ভুয়া অফার লেটার বানিয়ে ধরিয়ে দেয়, ভুয়া ব্যংক স্টেইটমেন্ট, ট্যাক্স পেপার এগুলো বানাতে সহায়তা করে, যেটার জন্য ভিসা পাওয়াতো দূরে থাক আপনার জটিল কোনো আইনী সমস্যা ফেইস করাটাও অস্বাভাবিক কিছু না।

আসলে এদের নলেজ এই ব্যপারগুলোতে নিতান্তই গদ বাধা। ইভেন এদের কাছে গেলে আপনার ইউনিভার্সিটি চয়েজ করার অপশনও এভেইলেবল থাকে না। এরা আপনাকে হাইলি রিকমেন্ড করবে সেইসব ইউনিভার্সিটি যাদের থেকে এরা টু-পাইস কামাতে পারবে। এরা স্টুডেন্টদের হাবি জাবি চাপা মেরেই অফিসের সময় পার করে দেন। কি করে এদের সময় থাকবে আসল ইনফোরমেশন গুলো একটু রিসার্চ করে ভ্যরিফাই করার? ফলস্বরূপ যা হয় এই গদবাধা ছকের মধ্যে পড়ে অনেক স্টুডেন্ট হারান তাদের বাবা-মা'র কষ্ট উপার্জিত লাখ লাখ টাকা, আর অন্যক্ষেত্রে ভুল জায়গায় ভুল বিষয়ে পড়তে এসে নষ্ট করেন তাদের ক্যরিয়ার!

তাই সবাইকে আমি রিকুয়েস্ট করছি এদের কাছে ধর্ণা না দিয়ে, নিজে যা বুঝুন নিজে যতটুক জানুন তা নিয়েই নেমে পড়েন। হেল্প চাইলে এমন কারো থেকে নিন যে অলরেডি সেই দেশে অবস্থান করছে, কারণ রিয়েল ঘটনাটা কি সেই ভালো বলতে পারবে। আর সরাসরি ইউনিভার্সিটি'র স্টুডেন্ট কাউন্সেলরের মেইল এড্রেসে মেইল করে আপনার যা যা জানতে মনে চায় সুন্দর গুছিয়ে লিখে দেখুন, আমি শিওর রিপ্লাই পাবেন এবং সেটাই আপনার কাজে দিবে কারণ এরা অনেক খুশি হয় কোনো আগ্রহী স্টুডেন্ট পেলে। আর যে দেশে যাবেন সেখানকার জব মার্কেট সম্পর্কে ইনফোরমেশন নিয়ে ভালো একটা সাবজেক্ট চ্যুজ করুন। যেই কাজটা আসলেই বেশ চ্যলেন্জিং এর জন্যে শুধু দরকার আপনার পড়াশোনা করার স্বদিচ্ছা। আর দেশের বাইরে এসে টাকা কামাই করার ইচ্ছার প্রাধান্য বেশী হলে সেটা সম্পূর্ণ আলাদা হিসেব।

এরপরে বিস্তারিত কোনো একদিন এম্রিকা আসার জন্য একটা গাইড লাইন লিখবো আপনারা কেউ ইন্টারেস্টেড হলে। আজকের মতো এখানেই..

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

ভাই, আমি আগ্রহী। আম্রিকা যাইতে মুঞ্চায়...

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

সুন্দর লিখেছেন  thumbs_up

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

যারা উচ্চ শিক্ষায় বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য উপকারী এবং কাজের একটা পোস্ট।
মুজতবা দিন দিন কাজের ছেলে হয়ে উঠছে।  big_smile
গুড জব।  thumbs_up

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

সুন্দর লিখেছেন মুজতবা ভাই।  thumbs_up

১১

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

অনেক উপকারি কিছু জিনিস দিলেন । রেপুও দিলাম।  thumbs_up

১২

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

দারুন জিনিস লিখেছেন

You are the one who thinks that i didn't get the point, so do i think of you...what a coincidence!!

১৩

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

ফরহান ভাই আপনার আশা করি কাজে লাগবে tongue

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

ভাইটু এম্রিকা না আয়ারল্যান্ড

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত