২১

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

স্টুডেন্টরা আসলে ঠকবেই। তারা চায় শর্টকাট। পরীক্ষায় যেমন গাইড পড়ে পাশ করে, বই পড়ে শিখে না কিছুই। তাই সবকিছুইতেই শর্টকাট মারতে চায়।  ভিসাও টাকা দিয়ে নিতে চায়। পাছে ভেরিফাই করলে যদি ফেইল হয়ে যায়। নিজের মধ্যে এই আত্নবিশ্বাস নাই যে লিগ্যালি সব কিছুই পসিবল। সব কিছুই কঠিন আর "স্যার, স্যার" করে কাজ উদ্ধার করা এই জাতীর সনাক্তকরণ বৈশিষ্ট হয়ে গেছে।

আহমাদ মুজতবা লিখেছেন:
microqatar লিখেছেন:

আগের মুজতবার সাথে এখনকার মুজতবার অনেক পার্থক্য।  smile

  আরে নাহ! এখনও পাগলামী গুলান সবই আছে খালী একটু ধামা চাপা দিয়া রাখছি আর কি!

আগের কাতার ভাইও কিন্তু চেঞ্জ।  hehe
এটা মনে হয় মাইক্রোকাতারv2. আর হিসেব ঠিক থাকলে মুজতবার চলছে v3.  smile
(v মানে ভার্সন)

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২২

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

শিপলু লিখেছেন:

স্টুডেন্টরা আসলে ঠকবেই। তারা চায় শর্টকাট। পরীক্ষায় যেমন গাইড পড়ে পাশ করে, বই পড়ে শিখে না কিছুই। তাই সবকিছুইতেই শর্টকাট মারতে চায়।  ভিসাও টাকা দিয়ে নিতে চায়। পাছে ভেরিফাই করলে যদি ফেইল হয়ে যায়। নিজের মধ্যে এই আত্নবিশ্বাস নাই যে লিগ্যালি সব কিছুই পসিবল। সব কিছুই কঠিন আর "স্যার, স্যার" করে কাজ উদ্ধার করা এই জাতীর সনাক্তকরণ বৈশিষ্ট হয়ে গেছে।

আহমাদ মুজতবা লিখেছেন:

  আরে নাহ! এখনও পাগলামী গুলান সবই আছে খালী একটু ধামা চাপা দিয়া রাখছি আর কি!

আগের কাতার ভাইও কিন্তু চেঞ্জ।  hehe
এটা মনে হয় মাইক্রোকাতারv2. আর হিসেব ঠিক থাকলে মুজতবার চলছে v3.
(v মানে ভার্সন)

  কথা সো ট্রু। আমার সামনে এক স্টুডেন্ট আইসা বলতেছে ভাই আপনাদের এমন কোনো প্যকেজ আছে যে এক হাতে টাকা আরেক হাতে এম্রিকান ভিসা! surprised surprised surprised শুইনা আমি ইনস্ট্যন্ট হাসবো না কানবো এইটাই বুঝে উঠতে পারি নাই।

ভাই আমার আগের ভার্সন গুলোর বৈশিষ্ট্য কি কি আমি নিজেও জানি না। আমার হিসাব তো কয় মাত্র দুইটা  tongue

ফরহান ভাই এডটা কোন হিন্দী চ্যনেলে জানি দেখছিলাম খিয়ালও নাই।

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২৩

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

Mentors' এর আলমাস ভাইরে এই পোস্টটা দে big_smile
তুই ত বাঁচতে পারিস নাই, বাট বউ এর ভ্রাতাকে ঠিকই আমি গুহ্যদ্বারে ব্যাথা দিয়েছি  tongue

২৪

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

অন্তিক লিখেছেন:

Mentors' এর আলমাস ভাইরে এই পোস্টটা দে big_smile
তুই ত বাঁচতে পারিস নাই, বাট বউ এর ভ্রাতাকে ঠিকই আমি গুহ্যদ্বারে ব্যাথা দিয়েছি  tongue

দারূন কাজ করেছিস thumbs_up

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২৫

Re: স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - (গাইডলাইন ফর স্টুডেন্টস)

nailbiting nailbiting nailbiting দারুন তো  nailbiting nailbiting nailbiting

" আমি নতুন ,আমি নতুন প্রজন্মের পথিক
           অনেক জানার আগ্রহ নিয়ে এসেছি এই প্রজন্মে "