টপিকঃ প্রজন্মের মডু হবার কিছু হিডেন ট্রিকস
প্রজন্ম ফোরাম বাংলা ফোরাম গুলোর মধ্যে অন্যতম ফোরাম। যার পিছনে আছে শক্তিশালী মডারেশন প্যানেল। যারা কিনা "নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে" থাকেন।
আজকের এই লেখাটি হলো তাদের জন্য যারা ভবিষতে যোগ দিতে চান প্রজন্মের মডারেটর প্যানেল বা যাকে দুষ্ট লোকেরা বলে থাকে ভি.ই.এফ(ভিলেন এলিট ফোর্স ) এ
রুল#০ প্রথমেই ফেসবুকের এই পেইজ লাইক করতে হবে।
রুল#১ পোস্ট সংখ্যা ৫০০ এর অধিক ও ছয় মাসের বেশী ফোরামে থাকতে হবে।
রুল#২ ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা।
কমেন্টঃ এটা মডু হবার সম্ভাবনা বাড়াবে।
রুল#৩ লিনাক্স প্রেমী হতে হবে। মিনিমাম পিসি বা ল্যাপি বুট মেনুতে যেন লিনাক্সের যে কোন ডিস্ট্রো থাকে । নতুবা নিজের ম্যাকবুক বা ম্যাকের ডেক্সটপ থাকলেও চলবে।
রুল#৪ রাজনীতি ও ধর্মীয় টপিকে মাসে একটির বেশী পোস্ট করবেন না। সম্ভব হলে এই সকল টপিকে পরিহার করে চলুন।
রুল#৫ দিনে মিনিমাম পাঁচ বার ফোরামে ভিজিট করা। ফোরামে কোন সমস্যা দেখলেই সাথে সাথে অভিযোগ বাটনে ক্লিক করুন এবং সমস্যাটি মডুদের জানান।
রুল#৫.৫ রুল ৩,৪,৫ আবার পড়ুন !
রুল#৬ কোন গল্প বা সাহিত্য লিখলে এমন কঠিন ভাষায় লিখুন যেন সেটি সবার মাথার ওপর দিয়ে যায়।
কমেন্টঃ এতে ডাবল সুবিধা। সদস্যরা মনে করবে এটি অসাধারণ লেখা তাই একটি বাড়তি সম্মাননা পেতে পারেন
রুল#৭ তৈল থেরাপি : ফেসবুকে এডু/মডু দের এড করতে হবে। সাথে প্রতিদিন তাদের ফেসবুক স্টাটাসে লাইক মারতে হবে। ফোরামে ঢুকেই দেখুন এডু বা মডুর কোন টপিক পোস্ট করা হয়েছে কিনা দেখুন। যদি হয়ে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না। সাথে তারা যদি ভালো পোস্ট করে তাহলে পোস্ট লাইক করতে ভুলবেন না।
কমেন্টঃ পরিক্ষিত নয় কিন্তু ট্রাই করতে সমস্যা কি ?
রুল#৮ আপনাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে।
কমেন্টঃ
রুল#৯ কপি-পেস্ট লেখা শেয়ার করবেন না।
রুল#১০ সপ্তাহে একবার ফোরামের নিয়ামবলী গুলো দেখবেন যেন সতর্কতা না পেতে হয়। তিনটির বেশী সতর্কতা বার্তা পাওয়া মানেই ব্লাক লিস্টেড হয়ে যাওয়া।
রুল#১১ ফোরামে ক্যাচাল ও ঝগড়া হতে ১০০ হাত দূরে থাকা।
রুল#১২ চিন্তা ভাবনা করে মাইনাস দিন।
রুল#১৩ সম্মাননা ১০০ এর ওপরে নেবার চেষ্টা করুন। কিভাবে দ্রুত সম্মাননা পেতে পারেন তা জানার জন্য আমার একটি লেখা পড়তে পারেন প্রজন্ম ফোরামে সম্মাননা(রেপুটেশন) পাবার কিছু হিডেন ট্রিকস
রুল#১৪ ফোরামে যারা নারী সদস্য আছেন তারা মডারেশন প্যানেলে সংরক্ষিত মহিলা আসনের দাবী করতে পারেন। ফোরামে যেহুতু মাত্র ৫ জন নারী সদস্য একটিভ আছে তাই প্রত্যেকের মডু হবার চান্স ২০%।
রুল#১৫ লাস্ট বাট নট দ্যা লিস্ট, আমাদের কোডার ভাইয়ের মোবাইল নাম্বার জোগাড় করে সকাল বিকাল মিস কল দিতে পারেন। তাহলে কোডার ভাই বুঝতে পারবেন আপনি জিন্দা আছেন ।
কমেন্টঃ প্রথম বার কল দিয়ে আপনার নাম ও পরিচয় দিবেন ও তাকে আপনার নাম্বার সেভ করতে বলবেন। ৬ ঘন্টা পরে আবার কল দিয়ে সিওর হবেন যে আপনার নাম সেভ করা হয়েছে কিনা। নাম সেভ করা হয়েছে বলে সিওর হলেই তবে মিস কল থেরাপি দেওয়া শুরু করবেন ।
নোটঃ এই সকল ফর্মুলা মানতে গিয়ে কেউ ব্যান হলে এই লেখার লেখক দায়ী থাকবেন না।