টপিকঃ আপনার নিজের লেখা সেরা টপিকগুলোর নাম লিখুন
১) পছন্দের টপিকে ভোট দেয়ার নিয়মাবলী জানতে এখানে ক্লিক করুন
২) প্রজন্ম ফোরামের সেরা লেখা ২০১১ - একটি উদাসীনীয় গাইড লাইনআর সরাসরি ভোট দিতে নিচের লিংকগুলোয় ক্লিক করুন:
ক) প্রজন্ম ফোরাম সেরা লেখা ২০১১
খ) প্রজন্ম ফোরাম - সেরা নতুন সদস্য ২০১১
গ) সেরা প্রাজন্মিক ২০১১
প্রজন্ম ফোরামের ২০১১ এর জন্য সেরা লেখা বাছাই করতে অনেকেরই সমস্যা হচ্ছে। মেহেদীর সাথে আলাপ করে দুজনে ঠিক করলাম আমি একটা টপিক করব যেখানে সবাই নিজেই নিজের বিচারক হবে, মানে এই টপিকে সবাই নিজেই নিজের সেরা টপিকগুলো/ লেখাগুলোর নাম লিংক সহ এখানে কমেন্ট আকারে পোস্ট করবে। এতে সবার ভাল ভাল লেখা চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা কমে গেলো।
- শুধুমাত্র ২০১১ এর টপিক দিবেন।
- লিংকসহ দিবেন।
-কোন বিভাগের আওতায় দিচ্ছেন তা উল্লেখ করবেন প্লিজ।
- অন্য কারো টপিকের নাম দিতে পারবেন না, শুধু নিজের টপিক।
প্রথমেই আমার লেখা দিয়ে শুরু করছি। আমার চোখে ২০১১ সালে আমার লেখা সেরা টপিকগুলো হচ্ছে নিম্নরূপ:
১. সেরা প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক লেখা : নাই
২. সেরা আলোকচিত্র পোস্ট : নাই
৩. সেরা গল্প ও উপন্যাস
ফাঁসি!!
ঘৃনা
মেয়েটি ১ - পর্ব ১
অনুভূতি
বৃষ্টি!!
৪. সেরা জীবন থেকে নেওয়া লেখা: আত্মজীবনী, বটগাছ, ফোরামের পারস্পরিক সংলাপ, যেমন সাক্ষাতকার ইত্যাদি বিষয়গুলো এখানে আসতে পারে।
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৬ - অতিথি: jemsbond
কিছুক্ষণ উইথ স্বপ্নীল (ঈদ স্পেশাল) : পর্ব ৮ - অতিথি: সমন্বয়ক উদাসীন
আমি যেখানে থাকি : পর্ব ১ : অতিথি: ইলিয়াস ভাই
আমি যেখানে থাকি : পর্ব ৩ : অতিথি: শান্ত বালক
আমি এবং আমার ক্যাম্পাস : পর্ব ১ : অতিথি: ইমরান তুষার
আমি এবং আমার ক্যাম্পাস : পর্ব ৪ : অতিথি: অয়ন খান
আমি এবং আমার ক্যাম্পাস : পর্ব ৫ : অতিথি: ত্রিনিত্রির রাশিমালা
৫. সেরা ছড়া-কবিতা
বাট্টু মিয়া - লম্বু মিয়া
গুডনাইট
৬. সেরা মৌলিক রম্য
কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
আমি, দক্ষিণের-মাহবুব ও সালেহ ভাই : পর্ব ১ : মাহবুবের বিবাহ অভিযান
আমি, দক্ষিণের-মাহবুব ও সালেহ ভাই : পর্ব ২ : মিছন - "আই লাব ইউ"
৭. সেরা রোমাঞ্চকর কাহিনী, ভ্রমন কাহিনী, বৈজ্ঞানিক কল্প-কাহিনী, গোয়েন্দা কাহিনী মানে এরকম কিছু: নাই
৮. সেরা পাঁচমিশালী পোস্ট: বিবিধ, প্রবন্ধ, স্বাস্থ্য বিষয়ক লেখা ইত্যাদি
জীবনসঙ্গীর মাঝে কোন জিনিসটা অবশ্যই চান?
জব প্রিপারেশন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা-গল্প-আড্ডা
আমার সবচে প্রিয় গেমস-৩- থিফ :ডেডলি শেডো (রিভিউ)
আমার সবচে প্রিয় গেমস - ৪ - ডুম থ্রি (রিভিউ)