Re: আপনার নিজের লেখা সেরা টপিকগুলোর নাম লিখুন
আমি যা লিখেছি তা তো মনে হয় সব এই সালেই লিখলাম আমার কাছে তো আমার সকল লেখাই প্রিয়। এর মাঝে এখন কেমনে বাছাই করি। সন্তান যদি ল্যাংড়া থাকে তাহরে কি তাকে কোল থেকে ফেলে দেওয়া যাবে
তবুও চেষ্টা করলাম-
১. সেরা প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক লেখা :
MySQL নিয়ে বকবকানি (বড় লেখা...দৌড়ের উপর থাকতে পারেন)
২. সেরা আলোকচিত্র পোস্ট : নেট স্লো, ছবি দেখলে ডর লাগে। তাই এই টপিকেও হাত দেওয়া হয় নাই।
৩. সেরা গল্প ও উপন্যাস
শকুনের আনন্দ!
কালো বিড়াল আর করিম শেখ
হৃদয় স্যার এবং গবেট ছাত্র।
এক গ্লাস শরবত।
বাংলা খাওয়ার কাহিনী। (আংশিক জীবন থেকে নেওয়া)
পাথর
অমীমাংসিত কাহিনী
অমীমাংসিত কাহিনী-২
৪. সেরা জীবন থেকে নেওয়া লেখা: আত্মজীবনী, বটগাছ, ফোরামের পারস্পরিক সংলাপ, যেমন সাক্ষাতকার ইত্যাদি বিষয়গুলো এখানে আসতে পারে।
পলাশ মাহমুদ আর একখান সাপ (জীবন থেকে নেওয়া)
আইটেকের মিটাপ ও পলাশ মাহমুদ (পর্ব-০১)
পলাশ মাহমুদ এবং হোমপ্যাত মুন্সি
প্রিয় একটি মানুষের সামান্য কিছু স্বৃতি।
আমার দাদার বাবা ছিলেন বিরাট পালোয়ান! (লোক মুখে শোনা কথা)
একটি বিবাহ উৎস! (পর্ব-১)
সুন্নতে খাৎতনা!
ছবি (প্রথম পর্ব)
৫. সেরা ছড়া-কবিতাঃ এটা আমার দ্ধারা সম্ভব নয়।
৬. সেরা মৌলিক রম্যঃ
আমি, রুমি আর গোটা কয়েক হাড্ডি!
একটি বিবাহ প্রস্তাব (সামান্য একটু ১৮+)
মরুভূমির জলদস্যু এবং পলাশ মাহমুদ (জীবন থেকে নেয়া)
৭. সেরা রোমাঞ্চকর কাহিনী, ভ্রমন কাহিনী, বৈজ্ঞানিক কল্প-কাহিনী, গোয়েন্দা কাহিনী মানে এরকম কিছুঃ
সারোয়ারের গোয়েন্দাগিরি (পর্ব-০১)
৮. সেরা পাঁচমিশালী পোস্ট: বিবিধ, প্রবন্ধ, স্বাস্থ্য বিষয়ক লেখা ইত্যাদিঃ
যারা বড় লেখা না পড়েই মন্তব্য করেন এই লেখা তাদের জন্য