১৪২ ০২-১২-২০০৯ ১৫:০০
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
তর্ক বিতর্ক ভালোই জমেছে। এর মধ্যে সরাসরি যুক্ত হওয়ার ইচ্ছা/সাহস কোনটাই নাই। তবে একটা কথা ঘুরে ফিরে বারবার আসছে যে—২০১৩ সালের পর থেকে পাইরেটেড সফটওয়্যারের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। উন্নত দেশেও সফটওয়্যার পাইরেসি বন্ধ করা খুব কঠিন—আর বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে তো অসম্ভব। চীন, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল- এসব বড় দেশগুলোতেও পাইরেসির হার মারাত্নক। যতই আইন-কানুন চালু করুক না কেন মানুষ পাইরেটেড জিনিস ব্যবহার করতে চাইলে তাকে কখনোই ঠেকানো যাবে না। সুতরাং যতদিন মানুষের কাছে উইন্ডোজ/মাইক্রোসফট অফিস-কে বেশি ইউজার ফ্রেন্ডলি বলে মনে হবে ততদিন মাইক্রোসফট শীর্ষেই থাকবে।
১৪৮ ০২-১২-২০০৯ ১৬:৫৮
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
@ রিং - আবারও বললেন অনেককিছু। আপনাকে সামনে পেলে আমি দেখিয়ে দিতাম, আমি ওপেনসোর্স নিয়ে ত্রস্ত নাকি অন্যকিছু। একজন ওপেনসোর্স ব্যবহারকারী হিসেবে আপনার আচরণ অবশ্যই হতাশাজনক। এবং লজ্জাজনক। কেন, সেটা আপনার বুঝার ক্ষমতা যেহেতু এখনও হয়নি, কোনকালেও হবে না।
কৃতজ্ঞতা স্বীকার করা নিয়ে যে লম্বা বয়ান দিলেন, সেখানে কতগুলো ভুল কথা বলেছেন? চোখে পড়লে কিংবা বুঝতে পারলে তো লিখতেনই না!
মাইক্রোসফটের সাফাই? বাহ! ভালো বলেছেন। আমি যেহেতু মাইক্রোসফটের সাফাই(!) গাইতে পারছি না, সেহেতু আপনার কাছ থেকেও ওপেনসোর্স নিয়েও কোন পোষ্ট আমি দেখতে চাই না। কেউ শখ(!) করে জটিলতা(!)যুক্ত জিনিস কিনতে যায় না। এবং, প্রলাপ আমি বকিনি। আপনার কথার পরিপ্রেক্ষিতে আরও কিছু বলতে পারি। কিন্তু আমি নিজে এবং আরও কোন একজন জানে, আপনার সাথে কথা বলার রুচি আমি আরও অনেক আগেই হারিয়েছি।
বিল গেটসের নামে সত্যের প্রকাশ নামে বলা কথাগুলো শুধুমাত্র ফোরামেই স্থান পাওয়ার অধিকার রাখে না, বাইরেও প্রকাশযোগ্য। নয়কি?
সবার শেষে একটা কথা বলছি.....
আপনার আচরণটা আমার কাছে খুবই পরিচিত লাগলো। খুবই। এমন আচরণ আমি আরও কয়েকজনের মাঝে দেখেছি।
১৫১ ০২-১২-২০০৯ ১৭:১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন বাতেন (০২-১২-২০০৯ ১৭:৩৯)
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
১৫৪ ০২-১২-২০০৯ ১৮:৩১
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
১৫৫ ০৩-১২-২০০৯ ০০:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন বর্ষণ (০৩-১২-২০০৯ ০০:৩৮)
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
১৫৬ ০৩-১২-২০০৯ ০২:০৮
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
কন তো আমি ফেসবুকে তারে জানাই
তিনি আবার ডিজিটাল বাংলাদেশ গড়তেছেন ফেসবুকে