১২১

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১২২

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০২-১২-২০০৯ ০৯:২০)

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

@invarbrass
অাপনার পোষ্টের ভেতরে অামার কথাটার প্রতিফলন পেয়ে ভালো লাগলো। অার শুধুমাত্র ভার্সন নম্বরে চেঞ্জ অাসলে সেটা মূল অংশে পরিবর্তন বুঝায় না MS র ক্ষেত্রে। অার কার্নেলেও পরিবর্তন নয় ঘষামাজা করেছে MS। পরিবর্তন করতে পারলে কমপক্ষে নানা রকম ফাইল সিস্টেম সাপোর্ট তো দিতে পারতো।  সেচ্ছাসেবী প্রজেক্ট যদি ডেড না হয় তবে তো পয়সা দিয়ে করা প্রোজেক্ট ডেড হবার প্রশ্নই অাসে না। মাত্র দু বছরে যারা ফাইল সিস্টেম বদলালো সিকিউরিটি অার রিলায়্যাবিলিটির নামে তারা পরবর্তী ১৬ বছরে NTFS র সিকিউরিটি বাগ গুলোকে গোনায় ধরছে না, কেমন হাস্যকর হয়ে গেলনা কাজটা? অার কিছু না পারুক HPFS থেকে NTFS অানতে পারার মতো winfs প্রোজেক্টটা শেষ করতে পারতো।

মজার ব্যাপার হলো NTFS র v1.1 কে v5.1 রিড করে না।

win98...XP...7 সবগুলো প্রোডাক্ট MS র অন্য কোন সিস্টেম থেকে নেয়া থিম+কাটপিস অফ NT কার্নেল with NTFS ঘুটা স্যালাইন মাত্র।

@শিপলু, স্বপ্নচারী
চুক্তির কথায় অাসলে তো সব মিটেই গেল। লিনাক্সের ডেভেলপারদের ক্রেডিট নেবার পথটা খোলা অাছে যেটা windows র নেই। অার মুক্তিযুদ্ধে যুদ্ধ পরিচালনা না করেও বঙ্গবন্ধু জাতির পিতা তাই বলে তিনি কখনো মুক্তিযোদ্ধাদের নগন্য গন্য করেননি বরংচ যথাযথ সম্মাননা দিতে কার্পন্য করেননি। কিন্তু MS সেই কাজটাই করে। যার ধন চুরি করে সে ধনী, তাকে সে সৌজন্য স্বীকৃতি টুকু দেয় না।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২৪

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন নির্ঝর (০২-১২-২০০৯ ০৯:৫০)

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১২৬

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১২৭

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১২৮

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২৯

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং ভায়ের পোস্ট পরে মনে হল মাইক্রোসফট এর সবি ঘসামাজা। তাহলে মনে হয় মাইক্রোসফট এর সাথে যুক্ত সকল কর্মকর্তা (বিল সহ) এক সময় মানুষের বাড়িতে থালা-বাসন ঘসামাজা এবং ঘর ঝাড়ু দিত। তাই তাদের ঘসামাজা করার অভ্যাস।

১৩০

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১৩১

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

@ রিং ভাই!
6 নম্বর পৃষ্ঠায় যেয়ে দেখে আসেন!  clap

১৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০২-১২-২০০৯ ১২:২৬)

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

"চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া যায় ধরা।" MS ধরা খেয়ে গেছে। তাই "চোর" খেতাব কপালে জুটেছে। অার "চোরের" সাক্ষী "গাঁটকাটা"রা ছিল, অাছে, থাকবে। তাতে সভ্য সমাজের ক্ষতি কিছুই নেই। অার পুকুর চোররা মরার অাগ পর্যন্ত ভালো হয় না কিন্তু "গাঁটকাটা" শুধরাতে দুবারের বেশি গনধোলাই খায় না। "রেপু"টেড সেই "গাঁটকাটা"রা ২০১৩তে ধোলাইয়ের কবলে পড়া মাত্র শুধরাতে চাইবেন অার তখন অামরা গরিব-মিসকিন-বিনা পারিশ্রমিকের শ্রমজীবিরা কোন অাপত্তি অন্তত করবো না।

অাবারো অালোচনাকারীদেরকে বলছি টপিকটা ছিল নিন্দিত কাজের জন্য নিন্দা/ঘৃনা জানাতে। ঘৃনা না জানাতে পারেন নিজের ক্ষুদ্র জ্ঞান নিয়ে অপরাধীর পাশে দাঁড়াতে চেষ্টা করেন না। অাগে বুঝে নিন নিজে যেখানে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করছেন সেটা চোরাবালি কিনা। কারন যাঁর জন্য চুরি করছেন সেই যখন চোর বলবে, কাঠগড়ায় অাসামীর দলে ভিড়িয়ে দেবে অাপনাকে, তখন কি করবেন বলুন? অার অামি নিজ টপিকে বিল দা অার জব্বার কাকুকে তুলনায় নিয়েছিলাম অপরাধের মাত্রাটা বোঝাতে, MS vs LINUX তর্কযুদ্ধে যেতে নয়। কারন MS vs LINUX যুদ্ধ করাটাই বোকামী। কারন MS নিজেদের সার্ভার চালায় লিনাক্সে শুধু মাত্র ডাটা প্রটেকশন দিতে।
বিশ্বাস না হলে MS র যে MSN, BING, MS র download যে কোন সার্ভারের OS Client Type টা চেক করে দেখুন।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন আকাশছোঁয়া (০২-১২-২০০৯ ১২:০৩)

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১৩৪

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১৩৫

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

একটা দিকে জব্বার কাকু কিন্তু বিল দা কেও ছাড়িয়ে গিয়েছেন। HP, DELL, ACER, FUZITSU সহ অন্যান্য সব ব্রান্ডেড কিবোর্ডে A-Z থাকলেও বিলদা কিন্তু তার MS কি বোর্ডের সাথে মিল অার টাইপিং পদ্ধতি সম হবার পরেও কোন দিন কারো বিরুদ্ধে মামলা দেবার হুমকি দেননি কিন্তু জব্বার কাকু অসীম সাহসে তা করেছেন। অাবার কোন যুক্তিতেই মামলা করতে পারবেন না অার করলেও  ধোপে টিকবে না বুঝতে পেরে চুপ মেরে গেছেন। নিদেন পক্ষে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ তো করতে পারতেন। তবে মনে হয় না তিনি তা করবেন।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩৬

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১৩৭

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

১৩৮

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩৯

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

সবই তো দেখি অফটপিক  roll ,
শুরু হইলো জব্বার সাহেব কে নিয়া আর শেষমেষ আবার লিনাক্স উইন্ডোজ বৈরিতা?
(শিপলু ভাই, নাসিম ভাই ও এখানে  hairpull )

১৪০

Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত