Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
মোস্তফা জব্বারের আচরণ খুবই খারাপ লেগেছে। কম্পিউটারে বাংলা কেবল বিকশিত হতে শুরু করেছে। তথ্য প্রযুক্তি আন্দোলনে যারা জড়িত তাদের মধ্যে মোস্তফা জব্বারের নাম অন্যতম। কিন্তু ওনার আন্দোলন কি ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রীক? আসুন আমরা মোস্তফা জব্বারের বিজয় বাংলা সফরটওয়্যার প্রত্যাখ্যান করি।