Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
আমি ভাগ্যবান, কখনই বিজয় ব্যবহার করা লাগে নাই। প্রথমে তো আমার বাংলা লেখার ইচ্ছাই ছিল না। এক বন্ধু বিজয় ব্যবহার করত। কিন্তু সিস্টেম ট্রে তে ঝামেল এড়ানোর জন্য কখনই ইনস্টল করি নাই। লিনাক্সে প্রভাত লে আউট বিল্টইন পয়ে সেটিতেই অভ্যস্ত হয়ে যাই, তাই উইন্ডোজেও বাংলা লেখার জন্য একুশে থেকে প্রভাত ডাউনলোড করে নেই। এমন কি এই যে আমি এই টেক্সট বক্সে লিখছি তাও প্রভাত দিয়ে। অভ্রও কখনও ইনস্টল করি নাই, কেন জানি না ওইটাও ব্যবহার করতে ইচ্ছা করে না, হয়ত লিনাক্সে নাই বলে। সবদিক দিয়ে, আমার প্রভাতই ভালো
http://www.amanpages.com/