টপিকঃ বাংলা র্যাপ গান সম্পর্কে জানতে চাই
আমি র্যাপ গানের বিশেষ ভক্ত, হিন্দি বা ইংরাজি থেকেও ফ্রেঞ্চ র্যাপ আমার বেশি পছন্দ ছিল। কয়েকটা ফ্রেঞ্চ র্যাপের লিরিক্স নামিয়ে এক প্রফেসর বন্ধুকে নিয়মিত জ্বালাতন করে সে লিরিক্সগুলোর ইংরাজি অনুবাদও করিয়ে নিয়েছিলাম।
নেটে ঘুরতে ঘুরতে কোত্থেকে নামিয়ে নিয়েছিলাম ফকির লাল মিয়ার র্যাপ গানের একটা অ্যালবাম। অনেকদিন মেশিনে পড়ে ছিল। আজ হঠাৎ করে কি মনে হওয়ায় কানে প্লাগ গুঁজে চালিয়ে দেখলাম।
বিশ্বাস করুন আর নাই করুন, আমি আধা রাত জেগে ফুল অ্যালবাম দুইবার শুনলাম, এতো জোশ জিনিস কমই শুনেছি।
অতঃপর কিঞ্চিৎ উৎসাহী হয়ে বাংলা র্যাপ এবং বাংলা র্যাপারদের সম্পর্কে কিছু জানতে চাই। মানে কোন আর্টিকেলের লিঙ্ক, বা কিভাবে এবং কোন কোন র্যাপারের হাত ধরে এইটা চালু হয়েছিল। মানুষের উপর নতুন জিনিসটার কেমন ইফেক্ট পড়েছিল -ইত্যাদি ইত্যাদি।
এবং কোন সহৃদয় ব্যক্তি যদি গোপন বার্তার মাধ্যমে আরও কিছু অ্যালবামের যোগান দেন তবে কৃতজ্ঞ থাকব।