Re: আমার গল্প লেখা ও কতিপয় আফসুস!
সুন্দর কোবতে লিখেছেন দেখছি
হুম..পোলাপাইন কুরবানির গরুর মাংচ কেয়ে বেশি ইচরে পাকা অয়ে গেচে
এই জাতির ববিস্যত ২০০% চিউর অন্দকার
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমার গল্প লেখা ও কতিপয় আফসুস!
সুন্দর কোবতে লিখেছেন দেখছি
হুম..পোলাপাইন কুরবানির গরুর মাংচ কেয়ে বেশি ইচরে পাকা অয়ে গেচে
এই জাতির ববিস্যত ২০০% চিউর অন্দকার
এই টপিকটা কেম্নে কেম্নে যেন আড়াতে পরে গিয়েছিল খেয়াল করি নাই
স্বপ্নীল ভাই, ছুপার ম্যান নিজেই চুপার পাওয়ারে আছে
ইলিয়াস লিখেছেন:স্বপ্নীল এবার ঢাকা এসে উদ্বোদন করে গেছে।
আপনেতো থাকেন এম্রিকা আপনি জানবেন ক্যামনে ?
নিউমার্কেটে হুনলাম হারা দুইন্যার জিনিসপাতি পাওন যায়, হের লাইগা কয়েচি। তা মুজতবারও লাকবে নাকি দুই এক বোতল স্পিরিট?
![]()
যান, আপনারে নিউমার্কেট থেইকা এক প্যাকেট লজেন্স কিন্যা দিমুনে, তবুও এমুন অলুক্কনে কতা বলিয়েন না
না থাক, আমার ঘর থেইকা বাইর হইলেই স্পিরিটের অভাব নাই
আমি কিন্তু সবসময় 'বড়ই সৌন্দর্য্য' টাইপ কমেন্ট করি না। বাই দ্যা ওয়ে, এইটাও আরেকটু টানতে পারতেন। আর ভালো কথা , নিউমার্কেটে হোমিওপ্যাথির দোকান আছে অনেকগুলান। ঐহানে স্পিরিট পাইলেও পাইতে পারেন
১। নিউ মার্কেটে কিন্তু সত্যি সত্যিই স্পিরিট পাওয়া যায় । । ওখানে নিউ লাইফ নামে একটা হোমিওপ্যাথের দোকান আছে । পঞ্চাশ টাকা দিলেই দু আউন্স দিয়ে দিবে । ( তবে এখন নাকি স্পিরিট অবৈধ করে দিছে। নিশ্চিত নই )
আমিই মনে হয় সবথেকে কম মন্তব্যকারী ব্যক্তি। আমি তেমন একটা মন্তব্য করি না। কারন হচ্ছে - নেট লাইনের জন্য বিরক্ত লাগে। এবং অলসতা। তবে আরেকটা কারন আছে সেটা হচ্ছে আমি কোন কিছু না পড়ে মন্তব্য করি না। যা পড়ি মনোযোগ দিয়ে পড়ে তারপর মন্তব্য করতে চেষ্টা করে থাকি (শুধু মাত্র আড্ডার আসরে না পড়ে মন্তব্য করি)। তাই অনেক কিছুই হাত ছাড়া হয়ে পড়ে তবে লেখাটা অনেক সুন্দর লিখছেন।
স্বপ্নীল ভাই, ছুপার ম্যান নিজেই চুপার পাওয়ারে আছে
তাই নাকি? তা ছুপার পাওয়ারের কিছু ঝলক আমগো ঝটপট দেখাই ফেলো
না থাক, আমার ঘর থেইকা বাইর হইলেই স্পিরিটের অভাব নাই
![]()
হাহাহা.. আমরিকায় কি ধরনের স্পিরিট ঘরের বাইরে পা রাখলেই পাওয়া যায় তা সম্পর্কে একটু কও তো দেহি, জানবার মুন চায়
আমি কিন্তু সবসময় 'বড়ই সৌন্দর্য্য' টাইপ কমেন্ট করি না। বাই দ্যা ওয়ে, এইটাও আরেকটু টানতে পারতেন। আর ভালো কথা , নিউমার্কেটে হোমিওপ্যাথির দোকান আছে অনেকগুলান। ঐহানে স্পিরিট পাইলেও পাইতে পারেন
![]()
গুড গুড..ভাল একটা কাম করেছেন তথ্য দিয়া। এখন প্রজন্মের সবাইরে এক বোতল স্পিরিট খাওনের ব্যবস্থা করা দরকার, সবগুলা স্পিরিটের অভাবে লিখতে পারতেছে না শুনলাম
১। নিউ মার্কেটে কিন্তু সত্যি সত্যিই স্পিরিট পাওয়া যায় ।
। ওখানে নিউ লাইফ নামে একটা হোমিওপ্যাথের দোকান আছে । পঞ্চাশ টাকা দিলেই দু আউন্স দিয়ে দিবে । ( তবে এখন নাকি স্পিরিট অবৈধ করে দিছে। নিশ্চিত নই )
আরে বাহ, দারুন। সবার আগে তুমি একটু নিজের জন্য কিনে আনো, তারপর জব্বর স্পিরিট নিয়া প্রজন্মে গরম গরম লেখা দেও, আমরাও পড়ি
আমিই মনে হয় সবথেকে কম মন্তব্যকারী ব্যক্তি। আমি তেমন একটা মন্তব্য করি না। কারন হচ্ছে - নেট লাইনের জন্য বিরক্ত লাগে। এবং অলসতা। তবে আরেকটা কারন আছে সেটা হচ্ছে আমি কোন কিছু না পড়ে মন্তব্য করি না। যা পড়ি মনোযোগ দিয়ে পড়ে তারপর মন্তব্য করতে চেষ্টা করে থাকি (শুধু মাত্র আড্ডার আসরে না পড়ে মন্তব্য করি)। তাই অনেক কিছুই হাত ছাড়া হয়ে পড়ে
তবে লেখাটা অনেক সুন্দর লিখছেন।
ধন্যবাদ জনাব, আপনার কমেন্ট ১৩২ বছর ৭ মাস ১৮ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট ৩৭ সেকেন্ড পড়ে পাইলাম, খুশিতে আমার আবারও একটা অলিম্পিক লাফ দিতে ইচ্ছা করতেছে
এলকোহল ( স্পিরিট ) বাসায় আনব
এলকোহল ( স্পিরিট ) বাসায় আনব
ইয়ে মানে, তাইলে থাক, কি স্পিরিটের কথা কইলাম, আর কি হইয়া গেলো
আমিও একটা ঐতিহাসিক কমেন্ট দিলাম!
সেরাম হইছে!
পিলাস!
আমিও একটা ঐতিহাসিক কমেন্ট দিলাম!
সেরাম হইছে!
পিলাস!![]()
![]()
![]()
আরে তুষার এর কমেন্টটা এতদিন পর চোখে পড়ল। সবাই ঐতিহাসিক কমেন্ট দিলে হবে
আমি কিন্তু আপনার প্রতিটি গল্প ই পড়ে থাকি যেগুলো ভাল লাগে বা মন ছুয়ে যায় সে গুলোতে আমি অবশ্যই কমেন্ট করে থাকি আর যে গুলো বুঝি না সেগুলো তে কমেন্ট ই করি না ভাবি কি লিখুম আবার যদি নাখশ হন তাইলে তো
কসমসে দিলের কথা কইলাম
বালা হৈছে ভাই আর চালানোর দরকার নাই
আমি কিন্তু আপনার প্রতিটি গল্প ই পড়ে থাকি যেগুলো ভাল লাগে বা মন ছুয়ে যায় সে গুলোতে আমি অবশ্যই কমেন্ট করে থাকি আর যে গুলো বুঝি না সেগুলো তে কমেন্ট ই করি না
ভাবি কি লিখুম আবার যদি নাখশ হন তাইলে তো
![]()
কসমসে দিলের কথা কইলাম
আরে ভাই, একদম মনে যা আসে তাই কইবেন, ডরান কেন? ভাল না লাগলে বলবেন কেন ভাল লাগে নাই- ব্যাস মামলা ডিসমিশ আপনি তো আমার ক্লোজ মানুষ নাকি?
বালা হৈছে ভাই
আর চালানোর দরকার নাই
কি চালানোর দরকার নাই? রিক্সা নাকি সাইকেল?
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » আমার গল্প লেখা ও কতিপয় আফসুস!
০.০৫৪৬২৫৯৮৮০০৬৫৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.১৭৮৭৩৯৬৮৮৭১৯ টি কোয়েরী চলেছে