Re: বিশ্বাস
গল্পটা ভালো হয়েছে.
এই ক্ষেত্রে সমালোচনা করার বিশেষ ক্ষমতা আমার নাই.
আমার ভালো লেগেছে!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » গল্প-উপন্যাস » বিশ্বাস
গল্পটা ভালো হয়েছে.
এই ক্ষেত্রে সমালোচনা করার বিশেষ ক্ষমতা আমার নাই.
আমার ভালো লেগেছে!
গল্পটা ভালো হয়েছে.
এই ক্ষেত্রে সমালোচনা করার বিশেষ ক্ষমতা আমার নাই.
আমার ভালো লেগেছে!
আমার তরফ থেকে তোমাকে আর মেরিকে এটা ঈদ উপহার। তোমাদের দুইজনকেই আমি খুজছি। মোবাইল নাম্বার গোবা করো।
Really appreciate your effort. I think you rushed a lot through the whole story. But again, it is really a nice effort. hats off
(অপরিপক্ক ভাবে পরিবর্তিত বঙ্গানুবাদ যোগ করা দেয়া হলো)
আপনার প্রচেষ্টাটুকু কে এপ্রিশিয়েট করছি। আমার মনে হয় আপনি পুরো গল্পে একটু তাড়াহুড়ো করেছেন, তারপরেও, চমৎকার একটা প্রচেষ্টা। অভিনন্দন (মাথায় হ্যাট থাকলে হ্যাট উঁচিয়ে অভিবাদন জানাতাম, মাথায় আপাতত হ্যাট নাই )
valo laglo shuny ......... Amr num banglay ki hoy ta jani na........... Toby apni aktu google a search dity paren. Aphroditi 1jon Greek goddess ar num silo. And she was also "The velen of Troy"
Na tamn likhty pari na. Natural bangali der moto ami o onner lekhar upor somalochana korty pari. Ami akhono ai forum ar rules gulo valo kory jni na tai kovaby banglay likhbo ta nea aktu problem face korsi.Tachara ami apnr lekhar ta nea aro aktu details comment korasilm but kano jano seta submit hoy ni. Toby apnr sob gulo lekha e valo ... keep it up.
বাংলায় অনুবাদ করে দেয়া হলো (স্বপ্নীলদা'র সৌজন্যে)
"ভাল লাগল শুনে.... আমার নাম বাংলায় কি হয় তা জানি না.........তবে আপনি একটু গোগলে সার্চ দিতে পারেন। Aphroditi একজন গ্রীক দেবীর নাম ছিলো এবং তাকে "দ্যা ভিলেন অব ট্রয়" ও নাকি বলা হত না, তেমন লিখতে পারি না। ন্যাচারাল বাংগালীদের মত আমিও অন্যের লেখার উপর সমালোচনা করতে পারি। আমি এখনো এই ফোরামের রুলসগুলো ভালো করে জানিনা, তাই কিভাবে বাংলায় লিখব তা নিয়া একটু প্রবলেম ফেস করছি। তাছাড়া আমি আপনার লেখাটা নিয়ে আরো একটু ডিটেইলস কমেন্ট করসিলাম, কিন্তু কেনো যেনো সেটা সাবমিট করা হয়নি। তবে আপনার সবগুলো লেখাই ভালো... Keep it up..."
চমৎকার।
ইমরান, mizvibappa, এস,এম,ও,রাজু, সাইদুল, শিশির, ধন্যবাদ। তবে আরো বিস্তারিত কমেন্ট আশা করেছিলাম। সমালোচনা হলে আরো ভাল হয়।
ইন্জ্ঞিনিয়ার, গল্প কেমন লাগল সেই মন্তব্য কই?
কাউয়া ভাই, হাহাহা, ধন্যবাদ। আপনার কাছ থেকেও এরকম ভালবাসার জমজমাট কাহিনী চাই।
নতুন গল্প কবে পাচ্ছি স্বপ্নীল ?
এই দুইটা কমেন্ট জলদি জলদি পড়ার জন্য আপনার উপর বিশেষ সমন জারি করা হলো
http://forum.projanmo.com/post367538.html#p367538
http://forum.projanmo.com/post368230.html#p368230
লাস্টের অংশটার সাথে ফার্স্টের অংশতে কেমন যেন একটা গ্যপ মনে হচ্ছে।
কিন্তুক শেষের রোমান্টিক সীনটা বৈ
অনেকদিন পর আপনাকে ব্যক দেখে ফোরামটাকে প্রাণবন্ত মনে হচ্ছে।
থ্যাংকস মুজতবা। তোমাদেরই এখন এসব "ইয়ে" করার সময় আমরা বুড়া হইয়া গেসিগা
আমরিকান ভালবাসার গল্প লেখো না দুই একটা, পড়বার মন চায়
আহমাদ মুজতবা লিখেছেন:লাস্টের অংশটার সাথে ফার্স্টের অংশতে কেমন যেন একটা গ্যপ মনে হচ্ছে।
কিন্তুক শেষের রোমান্টিক সীনটা বৈ
অনেকদিন পর আপনাকে ব্যক দেখে ফোরামটাকে প্রাণবন্ত মনে হচ্ছে।
থ্যাংকস মুজতবা। তোমাদেরই এখন এসব "ইয়ে" করার সময়
আমরা বুড়া হইয়া গেসিগা
![]()
আমরিকান ভালবাসার গল্প লেখো না দুই একটা, পড়বার মন চায়
আগে বাংলাদেশের মতো অভিগ্গ হই এখানে তারপর লেখা যাইবো নাহয়
ওয়াও, মেহেদী গুড জব, দারুন অনুবাদ হয়েছে। তোমার মডারেশন পাওয়ার দিয়ে আমার অনুরোধ রাখায় অনেক অনেক ধন্যবাদ।
রাজু ভাইকে একই কারণে অনেক ধন্যবাদ। মডারেশন লেভেল থেকে এত দ্রুত রিসপন্স পাওয়ায় বেশ মুগ্ধ।
শারমিনের সুন্দর কমেন্টের জন্য উনাকে ধন্যবাদ।
মুজতবা, তুমি তো দেখি বিশ্বপ্রেমিক হবার টার্গেট লইয়াছো, দোয়া করি তোমার সামনে পিছে আছ-পাছে চাইনিজ, নিগ্রো, শেতাংগীদের ভীড় পড়িয়া যাক
নিদারুন ব্যাস্ততায় থাকার কারনে আমি এখনও গল্পটি ঠিকমত পড়ে উঠতে পারি নি, সে জন্য আগে ভাগে কানে ধরে নিচ্ছি। ঈদের ধকলটা একটু যাক, সময় করে বসবো। এইসব গল্প পড়তে বসলে একটু প্রিপারেশন নিয়েই বসা লাগে।
আপনার নতুন এন্টি-পাইরেসী সিস্টেমটা দেখে চমৎকৃত হলাম।
এত বুদ্ধি নিয়া ঘুমান কেমনে ভাই ?
নিদারুন ব্যাস্ততায় থাকার কারনে আমি এখনও গল্পটি ঠিকমত পড়ে উঠতে পারি নি, সে জন্য আগে ভাগে কানে ধরে নিচ্ছি। ঈদের ধকলটা একটু যাক, সময় করে বসবো। এইসব গল্প পড়তে বসলে একটু প্রিপারেশন নিয়েই বসা লাগে।
![]()
আপনার নতুন এন্টি-পাইরেসী সিস্টেমটা দেখে চমৎকৃত হলাম।
![]()
এত বুদ্ধি নিয়া ঘুমান কেমনে ভাই ?
বেশ কয়েকটা চোরের কারণে এই সিস্টেম করতে বাধ্য হলাম, কেউ কেউ প্রজন্মে থেকে আমার বিভিন্ন লেখা ফেসবুকসহ বিভিন্ন ব্লগে নিজের বলে চালিয়ে দিচ্ছে বা সূত্র ছাড়া এমনভাবে দিচ্ছে যেন মনে হয় তাদের লেখা
আস্তে ধীরে কমেন্ট করতে গিয়া আবার ব্যস্ততায় ভুলে যাইও না
-আপনাকে জীবনসংগী হিসেবে পাবার খুব ইচ্ছা ছিল। মাও আপনাকে ভীষণ পছন্দ করেছে।
-(কিছুক্ষণ যেন ভাবল) আসলে আমার পড়াশোনাটা আগে শেষ করবার ইচ্ছা।
-হুম..। আচ্ছা কিছু সময়ের জন্য কি আমরা কল্পনা করে নিতে পারি যে আপনি রাজি, আমি আপনার জীবনসংগী হতে যাচ্ছি?
- হাহাহা..ছেলেমানুষি কেন করছেন?
- আহা একটু করিই না..আর তো দেখা হবে না।
শান্তা আমার বিষন্ন মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল: আচ্ছা, ধরে নিলাম।
-এখন কল্পনা করুন, আমি আপনার জীবনসংগী হলে কি কি ঘটত।শান্তা কিছুক্ষন চোখ বন্ধ করে ভেবে হেসে উঠল। আমি বললাম:
- জীবনসংগীর মাঝে মেয়েরা কোন জিনিসটা সবার প্রথমে চায় বলুন তো?
- বলতে পারছি না।
- জীবনসংগীর মাঝে মেয়েরা সবার আগে চায় বিশ্বাস, সে যেন এমন একজন মানুষ পায় যাকে সে বিশ্বাস করতে পারে।শান্তা হাসলো, আশ্চর্য, মানুষের হাসি এত সুন্দর হয়!!
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম-আমি যেহেতু আপনার জীবনসংগী হতে যাচ্ছি, আমার হাত ধরুন।
পুরো গল্পের মধ্যে এই অংশটিই আমার খুব ভাল লেগেছে । আর ভাল হয়েছে jd খারাপ হয়েছে তা বলতে পারবেন যারা কাহীনি লিখেন, সে সাধ্য আমার কই ? আমি শুধু ভাল আমার লাগাটুকুই শেয়ার করতে পারি । তবে তোমার এবং উদাসীন'দার সব গল্পই আমি পড়ি। বলতে পারো তোমাদের একজন ফান ।
পুরো গল্পের মধ্যে এই অংশটিই আমার খুব ভাল লেগেছে । আর ভাল হয়েছে jd খারাপ হয়েছে তা বলতে পারবেন যারা কাহীনি লিখেন, সে সাধ্য আমার কই ? আমি শুধু ভাল আমার লাগাটুকুই শেয়ার করতে পারি ।
তবে তোমার এবং উদাসীন'দার সব গল্পই আমি পড়ি। বলতে পারো তোমাদের একজন ফান ।
আমাদের আপনি একজন ফান (মজাক) বানাই ফেললেন? নাহ, আমি এই দুখখে বুড়িগংগায় ঝাপ দিবো ঠিক করছি
আমি এই দুখখে বুড়িগংগায় ঝাপ দিবো ঠিক করছি
বুড়িগঙ্ঘায় ঝাপ দিতে হলে তোমাকে ঢাকা্আসতে হবে ................. আর ঢাকা আসাটা তোমার কাছে অনেক পীড়াদায়ক বলেই জানি ।
অসাধারণ সুন্দর একটি লেখা।
ধুর মিয়া এসব কি এক কমেন্ট সব জায়গায় পোস্ট করেন? একটু বিস্তারিত কমেন্ট করতে পারেন না নিজের ভাষায়?
স্বপ্নীল লিখেছেন:আমি এই দুখখে বুড়িগংগায় ঝাপ দিবো ঠিক করছি
বুড়িগঙ্ঘায় ঝাপ দিতে হলে তোমাকে ঢাকা্আসতে হবে ................. আর ঢাকা আসাটা তোমার কাছে অনেক পীড়াদায়ক বলেই জানি ।
এইটা কি কন? বুড়িগংগা ঢাকার বাইরে মে নেহি হে? ঢাকামে আনা হি পারে গা? তাইলে হাম পদ্মা নদী মে ঝাপ দেংগে
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » গল্প-উপন্যাস » বিশ্বাস
০.০৯১৮২১৯০৮৯৫০৮০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৭৫৮৯১২৭৩৮৩২৯ টি কোয়েরী চলেছে