Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
বিশ্লষনমূলক লেখা ভাল লাগল
কিন্তু একটা কথা, বেশি ভিজলে ঠান্ডা পানির কারনে ঠান্ডা লাগতে পারে না?
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
ধন্যবাদ ভাইয়া। ব্যপারটা আগে থেকেই জানতাম। এটা আমাদের এক রকম মানসিক শৃঙ্খলা। চমৎকার লেখার জন্য আবারও ধন্যবাদ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
ঠান্ডার জন্য বৃষ্টি কখনই দায়ী না। প্রায়ই বৃষ্টিতে ভিজি। ছোটবেলা থেকেই। কিন্তু ঠান্ডা লাগে না সেজন্যে।
তবে যখনই ঠান্ডা লাগবে তখন কিভাবে যেন টের পাই, ঠান্ডা লাগছে।
এই অনুভূতিটা যখন হয়, তখন একটু শীত শীত লাগে। এটা ফ্যান ছেড়ে বসে থাকলেও হয়।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
বাহ! বেশ চমৎকার ব্যাখ্যা। আপনার লেখাটা দেখিয়ে বৃষ্টিতে ভেজার অনুমতি আদায় করে নিতে পারবো।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
মিথ সিরজটি আমার বেশ প্রিয়। এই লেখাটিও বেশ ভাল লাগল।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
ঝটিল একটা ব্যাখা পাওয়া গেল আফসোস বৃষ্টিতে ভিজে এখন পর্যন্ত জ্বর তো দূরের কথা, হ্যাচ্চো মার্কা হাচিও দিলাম না
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ, নাকিব ভাই
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
ধন্যবাদ সবাইকে।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
তবে আমার আবার মনে হয় প্রচুর ঘামার পর ঠান্ডা পানি দিয়ে গোসল সাথে সাথে করলে ঠান্ডা লাগতে পারে (আবার আমার শ্বাসকষ্ট আছে, ওইটার জন্যও হতে পারে)।
১২ ৩১-১০-২০১১ ০০:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (৩১-১০-২০১১ ০০:৫৭)
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
ফোরামের নতুন কোন পোস্টে, বিশেষ কয়েকজনের নাম দেখলে আমি সেটা সাথে সাথে খুলে পড়ে ফেলি, এমনকি খুব ব্যস্ততা থাকলেও সাধারনতঃ ভুলে যাই... ( ) এবং বলাই বাহুল্য কখনও হতাশ হতে হয় না!
আর সেটা নাকিবের 'মিথ' সিরিজ হলে ত কথাই নেই!
চমৎকার লেখা! আমি রীতিমতোন মনুষ্যবিহীন নিরিবিলিতে নিজের বাসার ছাঁদওয়ালা বা খোলা বারান্দায় বৃষ্টিতে ভিজলেও মাইর খেয়ে সাইজ হইতে হয় । কিন্তু সত্যি কথা, আমার যে এত্তো অতিমাত্রায় জ্বর-সর্দি-কাঁশি ইত্যাদি ইত্যাদি হয়, কিন্তু কখনই সেটা বৃষ্টিতে ভেজার জন্য হয় নি।
আমাকে ত এরকমও শুনেছি যে বৃষ্টিতে ভিজলে নাকি ঘামাচি সেরে যায়...।
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
বৃষ্টি আমার এত প্রিয় যে বৃষ্টিকে আমার গার্লফ্রেন্ড বললেও বোধহয় আপত্তি করবো না।
বৃষ্টি হয়েছে আর আমি ভিজি নাই এমনটা একটু রেয়ার ই বলা যায়।
এনিওয়ে, কথা সত্যি, বৃষ্টিতে ভিজে কোনদিন আমাকে অসুখ বিসুখে পড়তে হয় নি, এক্সেপ্ট দ্যাট, খুব পিচ্চি থাকতে আমি আর আমার বড় বোন দুজনে মিলে শিলা বৃষ্টির সময় শিল কুড়োতে বের হয়েছিলাম, পড়ে অসুখে পড়ে অবস্থা খারাপ, শেষমেষ টাইফয়েড পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। একগাদা ওষুধ খাওয়ার পর ডাক্তার আর ডাক্তারী পেশা দুটোর উপরেই আমার চরম বিতৃষ্ণা চলে এসেছিল।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
একেবারে মনের লুকানো কথা, কাকেও বিশ্বাস করাতে পারতাম না । আসল কথা হচ্ছে ঠান্ডা লাগার কোন প্রচলিত নিয়মই আমি বিশ্বাস করিনা । সর্দি লাগলে আমি আরো বেশি করে আইস্ক্রিম খাই ।
মা বলত একদিন বাড়িতে আর একদিন নদীতে গোসল করলেও নাকি সর্দি হতে পারে, আমার কখনো হয়নি । সবচেয়ে মজার ব্যাপার ঘটেছিল এস এস সি পরীক্ষার পর চিল্লায় গিয়েছিলাম, সেখানে তো তিনদিন পর পর পানি চেঞ্জ হত, তাও কোনদিন সর্দি লাগেনি ।
সর্দি কখন লাগে তার কোন ব্যাখ্যা আমি পাইনি ।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
আমি বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে না । কিন্তু এতসব জানার পরেও আমরা ছোট ছেলেমেয়েদের বৃষ্টিতে ভেজার জন্য কত্ত বকাই না দিব ,,,, বড় বড় একটা ভাব আছে না .
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
জ্বর আসে না কখনো , তবুও সব সময় বছরের প্রথম বৃষ্টিতে গা ভেজাই সব সময় ।
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
Re: মেডিকাল মিথ -৫, বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগে?
আমি তো বৃষ্টিতেও ভিজি আবার গোসল করে মাথাও ড্রাই করি না। যাক ভালো আমারো ঠান্ডা লাগে না