টপিকঃ বিবাহিতরা চিরকুমারদের চেয়ে দীর্ঘজীবি হন
বিয়ের ঝামেলায় না গিয়ে যারা চিরকুমার হতে চাইছেন তাদের জন্য দুঃসংবাদ! কারণ, বিবাহিত কিংবা তালাকপ্রাপ্ত ব্যক্তির তুলনায় এরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে মৃত্যুবরণকারী ৬৭ হাজার ব্যক্তির তথ্যাদি বিশ্লেষণ করে এ ফলাফল পেয়েছেন। ১৯৮৯ সালে বিবাহিত ব্যক্তির সংখ্যা ছিল প্রতি দুইজনে একজন এবং বিবাহিত ব্যক্তিদের প্রতি ১০ জনের একজন বিপতœীক বা বিধবা ছিল। প্রতি ৮ জনে একজন বিবাহ বি”েছদ ঘটিয়েছিল। আর প্রতি ৫ জনে একজন বিয়ে করেনি। গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এ সময়ের মধ্যে মৃত্যুবরণকারীদের ৫৮ শতাংশই চিরকুমার আর তালাকপ্রাপ্ত ছিল ২৭ শতাংশ। ৪০ শতাংশ অসু¯’তা ও বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিল। গবেষণায় বলা হয়েছে, ১৯ থেকে ৪৪ বছর বয়সী অবিবাহিত ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি বিবাহিতদের চেয়ে দুইগুণ বেশি।