টপিকঃ অফিস ট্যুর!!
অফিসের বস জেলাল ভাই তার সেক্রেটারি জরিনা বেগমকে ডেকে বলল, আমি ১ সপ্তাহের জন্য অফিস ট্যুরে সিংগাপুর যাচ্ছি। ঠিক করেছি তোমাকেও সাথে নিয়ে যাব... !! Lets enjoy...
⇓
জরিনা তার স্বামী সালেহ আহমদকে ফোনে বলল, সালেহ, আমি ১ সপ্তাহের জন্য অফিসের কাজে সিংগাপুর যাব, তুমি ভাল ভাবে থেকো !
⇓
বিশ্বপ্রেমিক সালেহ আহমদ তার গার্লফ্রেন্ড সকিনাকে ফোন করে বলল, আমার স্ত্রী দেশের বাইরে যাচ্ছে, বাসা খালি... তুমি এক সপ্তাহের জন্য চলে এসো.... !! Lets enjoy...
⇓
সকিনা তার ছাত্র বল্টুকে ফোন করে বলল, আমি এক সপ্তাহ busy থাকব, তোমার এই সপ্তাহ ছুটি। তুমি enjoy কর !!
⇓
বল্টু তার বাবা জেলালকে ফোন করে বলল, বাবা ! কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ। তুমি এই সাতদিন কোথাও যেতে পারবেনা... তোমার সাথে অনেক মজা করব !!
⇓
ছেলের ফোন পেয়ে বাবা প্লাস বস জেলাল সাহেব অফিসের সেক্রেটারিকে বলল, জরিনা, আমার আরো একটি important কাজ এসেছে, এই সপ্তাহে সিংগাপুর যাওয়া হবে না। Tour cancel... !!
⇓
জরিনা তার স্বামী সালেহ আহমদকে ফোনে তখনই বলল, আমি কোথাও যাচ্ছি না। Tour cancel হয়েছে। তোমার আর একা একা থাকতে হবে না।
⇓
সালেহ আহমদ তার গার্লফ্রেন্ড সকিনাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলল, এই শুনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না !!
⇓
তাই শুনে সকিনা তার ছাত্র বল্টুকে ফোন করে বলল, আমার যেই কাজ ছিল সেটা আর করতে হচ্ছে না, তাই তুমি কাল সকাল থেকে যথারীতি পড়তে আসবে !!
⇓
বল্টু তৎক্ষনাৎ তার বাবাকে ফোন করে বলল, বাবা আমি এই সপ্তাহে আর ফ্রি হতে পারলাম না ! কারণ প্রাইভেট ম্যাডাম যেতে বলেছে। সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে !!
⇓
সাথে সাথে বল্টুর বাবা জরিনাকে ফোন করে বলল, আমার যে অন্য important কাজ ছিল সেটা তোমার জন্য cancel করেছি, চল কাল সিংগাপুর যাব ! আজই প্রস্তুত হয়ে নাও ! Lets enjoy...
⇓
⇓
চলতেই থাকবে...........
সূত্র: সংগৃহীত ও সামান্য পরিবর্তিত। জেলাল ভাই ও সালেহ আহমদ ভাইয়ের ও কাল্পনিক বল্টু, জরিনা, সকিনার নাম আমি এডিট করে বসিয়েছি। মূল কৌতুকে অন্য নাম ছিল। পচানোর জন্য তাদের কাছে ক্ষমাপ্রার্থী : স্বপ্নীল।