টপিকঃ আমি আসলাম আপনাদের সাথে পরিচিত হতে
আমি উজ্জল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। পড়ালেখা করি গণযোগাযোগ বিভাগে। গ্রাজুয়েশন শেষ করেছি। মাস্টার্সের ক্লাশ শুরুর অপেক্ষায় আছি। লেখালেখি করি দৈনিক আমার দেশ পত্রিকায়। গান ভালোবাসি, ভালোবাসি আড্ডা। প্রযুক্তি নিয়ে আগ্রহের শেষ নেই, তবে বুঝি যৎসামান্য।
আসলাম সবার সাথে কথা বলতে, পরিচিত হতে।