টপিকঃ গ্রামিনফোন ক্রিস্টাল ( আমার রম bangal gp 2.2.2 ) রিভিউ ।
ভেবেছিলাম এত কম বাজেট + স্পেসিফিকেশনের পচা মোবাইল নিয়ে রিভিউ না লেখাই উত্তম । কিন্তু ফোরামের কয়েকজন হালকা পাতলা আলোচনা এবং নিজের কিছু একটা ক্ষমতার ফলে রিভিউ লিখতে বাধ্য হলাম ।
প্রথমেই বলে নেই গ্রামীনফোন ক্রিস্টাল আসলে টি মোবাইলের স্পন্সর করা ( !) হুয়াওয়ের একটি মোবাইল। যার মডেল u8500।
স্পেসিফিকেশন দেখতেঃ http://www.gsmarena.com/huawei_u8500-3451.php .
প্রথমে জি এস এম এরেনাতেই দেয়া ছিল 3.5mm অডিও জ্যাক নাই । কিন্ত পরে দেখি আছে( কিনার পর দেখি জি এস এম এরেনাও ঠিক করে দিল ) । আর হ্যা নতুন ভার্সনে আপগ্রেড করার পর ( নতুন ভার্সন জিপির অফিসিয়াল সাইটেই আছে )রুট করার বহু চেষ্টা করেও সফল হই নাই ।
তো আসুন দেখে নেই এই ফোনের সুবিধাগুলো। ( স্পেকের বাইরে )
১। কম দাম ( ১২,১৬০ টাকা ) । এ টাকায় দুই বছরের ওয়ারেন্টি ওয়ালা এন্ড্রয়েড ফোন বাজারে আর নেই ।
২। স্টাইলিস লুক এবং অসাধারন ডিস্প্লে । ফোন দেখার সময় ১৬ পর্যন্ত বাজেটে গিয়েছিলাম । কিন্তু একটারো লুক এবং ডিস্প্লে রেজুলেশন পছন্দ হয় নাই ।
৩। armv6 600 MHz প্রসেসর । সাধারন এপসমুহ এবং মাল্টিটাস্কিং এর জন্য ভালই । যদিও মাঝে মাঝে
৪। স্ক্রিনশট এপ হিসেবে স্ক্রিনগ্রাবার ব্যাবহার করি। রুট ছাড়াই স্ক্রিনশট নেয়া যায় ।
৫। জিপির রমে ডিফল্টভাবেই ডকুমেন্টস টু গো নামক সফট ওয়্যার দেয়া থাকে । যা দিয়ে অনায়েসে পিডি এফ এবং ওয়ার্ড ফাইল পড়তে পারবেন ।
৬। টেথারিং (ইউএসবি এবং হটস্পট ) এর জন্য রুট লাগে না ।
অসুবিধা সমুহঃ
১। রুট করতে পারি নাই। তাই বাংলা সাপোর্ট আসে নাই (সমাধানঃ আপনি যদি জিপির অফিসিয়াল সাইট হতে ফ্রয়োর রম নামান তাহলে সেটা হবে 2.2.2 । আর এটা রুট সাপোর্ট করে না । আর হুয়াওয়ের কাছ থেকে নামালে হবে 2.2.1 এটা z4root অথবা সুপার ওয়ান ক্লিক দিয়ে রুট করা যাবে । কিন্তু হুয়াওয়ে কেন জানি ফ্রয়োর আপডেট টা রিমুভ করে দিছে ।তাই পরবর্তী ভার্সনের অপেক্ষায়। )
২। ওয়াই ফাই দিয়ে পিসির সাথে কানেক্ট করতে পারছি না । কিন্তু অন্য ওয়াই ফাইর সাথে কানেক্ট হচ্ছে । ( যদিও কানেক্টিফাই এর মতামত অনুযায়ী সমস্যা আমার ল্যাপ্টপ এর ড্রাইভারে )
৩। জাভা চালানোর জন্য কোণ ভাল এমুলেটর পাচ্ছি না। যেটা আছে( যে বি ই ডী ) সেটা দিয়ে বাটন আনা যায় না । সুতরাং কোণ কিছু ইনপুট করতে সমস্যা হয় । আর হ্যা এর জন্য একটা লং প্রসেস সমাধান আছে । একটা অনলাইন jar to apk কনাভার্টার আছে কিন্তু খুব স্লো । ২০০ কেবির একটা ফাইল কে কনভার্ট করতে ১ঘন্টা-১.৩০ মিনিট লেগে যায় ।
৪। টাচ টা খুব একটা ভাল না । যদিও আমার সমস্যা হয় না। (অন্যান্য রিভিউ থেকে লিখলাম)
৫। ক্যামেরাটার ও একই অবস্থা ।
৬। ডিফল্ট লি যে হেডফোণ টা দেয় ওটা দিয়ে গান শুনলে মনে হবে এর চেয়ে রেডিও শুনাও ভাল ।
৭। বোরিং স্টার্টাপ টাইম ।
কিনার আগে যে সমস্ত পয়েন্ট মনে রাখবেনঃ
১। আপনার যদি এন্ড্রয়েডে গেম খেলার (এংরি বার্ড এবং কয়েকটি পাজল গেম বাদে ) ইচ্ছা থাকে তাহলে এ সেট টিকে আপনার পছন্দের তালিকা হতে বাদ দিতে পারেন।
২।যারা কম দামে এন্ড্রয়েড এডভেঞ্চারে নেমে পড়তে চান তাদের জন্য বেস্ট সেট বলা যেতে পারে।
৩।বাংলা সাপোর্টেড না । তবে অপেরা মিনি পদ্ধতি কাজ করে ।
৪। যাদের জিপির ওয়ারেন্টি পলিসি নিয়ে এলার্জি আছে তাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দেইঃ যে সিমই ব্যাবহার করেন না কেন ওয়ারেন্টি পাবেন ১৮ মাস । আর যারা জিপি একটানা ১৮ মাস ব্যাবহার করবেন। তাদের জন্য রয়েছে এক্সটেন্ডেড ৬ মাসের ওয়ারেন্টি ।
অতিরিক্তঃ
১।যারা ডিফল্ট হেডফোন দিয়ে মিউজিক শুনতে শুনতে বোরিং হয় যাবেন তারা কম খরচে (৩৫০টাকা) ক্রিয়েটিভের নিচের ছবিতে দেয়া হেডফোণ গুলা কিনতে পারেন । আইডীবিতে পাবেন।
২। ফোনের সাথে ডিফল্টভাবে কোন স্ক্রিন প্রোটেক্টর দেয়া থকে না। আর এই সেটের জন্য স্পেসিফিক কোন স্ক্রিন প্রটেকটর পাবেন না । তবে বসুন্ধরা সিটি তে গেলে অরা অন্যটার স্ক্রিণ প্রটেক্টর কেটে লাগিয়ে দিবে। দাম ৮০ টাকা( বোনাস হিসেবে একটা ছোট কাপড় ও পাবেন মুছার জন্য ) ।
৩। এ সেটের জন্য কোন বক্স কভার পাবেন না। তবে পাউচ কভার পাবেন । ভাল কভারের দাম ৮০-১২০ টাকা ।
৪। ব্যাটারিটা অনেক কমন ব্যাটারি । যারা স্মার্টফোন নিয়ে জার্নি বেশি করেন বা অনেক বেশি ইন্টারনেট ব্যাবহার করেন । কিনে নিতে পারেন অতিরিক্ত একটি ব্যাটারি । দাম ৩০০- ৬০০ টাকা ।
স্ক্রিনশট
১।
মিডল হোমস্ক্রিন ।
২।
উইন্যাম্প উইজেট এবং ওয়েদার আপডেট । মিউজিক প্লেইং ।
৩।
এপসমুহের একাংশ ।
৪।
এন্ড্রয়েড এসিস্টেন্স হতে স্ক্রিনশট।
৫।
বেঞ্চমার্ক ।
৬।
ক্যামেরা কোয়ালিটি ।
পরিশেষে কেমন লাগল এ রিভিউ টি ? জানাতে ভুলবেন না । ( যদিও জানি আমার লেখা রিভিউ এবং অন্যান্য (! ) বিরক্তিকর হয় ) । আর বিরক্ত করব না । আজ এটুকুই । ধন্যবাদ ।