টপিকঃ আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?
বর্তমানে নানা ধরণের সফটওয়্যার ইন্টারফেসের প্রাধান্য দেখা যায়। কেউ সাধারণ মেনু টুলবার সিস্টেম, আবার কেউবা রিবন টাইপ ইন্টারফেস পছন্দ করেন। এবার নিচের স্ক্রীণশটটা দেখুন।
এটি আমার তৈরি করা একটি TMS (Team Management System) এর প্রধান উইন্ডো। GTK+ এর সাহায্যে এটি ডিজাইন করা হয়েছে। এখানের বাটনগুলোতে কোন টেক্সট নেই। তার বদলে বিশাল বিশাল বাটন এবং তার ভেতর বিশাল সাইজের ছবি দেয়া আছে। যদি ইউজার বুঝতে না পারে, ছবির অর্থ কি, তখন সে বাটনের ওপর মাউস কার্সরটি রাখলে (হভার করলে) উপরে বাটনের কাজ সংক্রান্ত টেক্সট প্রদর্শিত হবে। (ছবি দ্রষ্টব্য)
আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, এই ডিজাইনটা কি আপনার পছন্দ হয়েছে? হাতে সময় থাকলে কি করলে আপনার আরও ভালো লাগবে সে বিষয়ে মতামত আশা করছি!