টপিকঃ সফটওয়্যারঃ
আমি গাঁধা! সফটওয়্যারের তেমন কিছু জানিনা। তাই আমার এবং আমার মতো নাদানদের কল্যাণ্য এখানে আপনার জ্ঞান ঢেলে দিনঃ-
বড় লজ্জ্বার সাথে আমিই প্রথম শুরু করছি PDF সংক্রান্ত..................
PDF ফাইল তৈরী করার সফটঃ-
আমরা আনেকেই PDF তৈরী করার ভাল কোন সফট খোজে আছি। আসলে আমাদের নিত্যদিনে PDF ফাইল এত বেশী প্রয়োজন হয়ে পড়েছে যে প্রায়সই আমাদের ভাল PDF ফাইল তৈরী করার সফট প্রয়োজন হয়ে পড়ে। আমি মাসুদ করিম- এ সম্পর্কে খুবই সামান্য জানি যা ফোরামের অন্যদের সাথে শেয়ার করতে চাই।
PDF ফাইল হল Adobe কম্পানির একটি বিশেষ ফাইল ফরম্যাট যার পুরো নাম হল, Portable Document Format। এটি মূলত PostScript এর একটি উন্নত সংস্করণ। বর্তমানে প্রিন্টারগুলিতে এখনও এই PostScript ব্যবহৃত হয়। PDF আমার খুব প্রিয় ফাইল ফরমাট। ফাইলটি যেভাবে তৈরী হবে সেইভাবেই প্রিন্ট করবে। কোন ছবি কিংবা ফন্ট জনিত কোন জটিলতা নেই।
PDF ফাইল কিভাবে তৈরী করবেন?
PDF ফাইল তৈরী করার জন্য আপনাদের বিশেষ ধরনের সফটের প্রয়োজন হবে যা আলাদাভাবে ইন্সটল করতে হবে। যদিএ Adobe এর ওয়েবসাইট থেকে Adobe Acrobat Reader টি ফ্রি কিন্তু PDF ফাইল তৈরী করার জন্য Adobe Acrobat Writer টি ফ্রি নয়।
তবে উতালা হওয়ার কিছু নাহি.. আপনাদের ফ্রি PDF ফাইল তৈরী করার কিছু সফটের ঠিকানা দিতে পারি।
• cups-pdf (http://www.cutepdf.com/)
• CutePDF (http://www.cutepdf.com/)
• Doc2pdf (http://doc2pdf.sourceforge.net/)
• PDF995 (http://www.pdf995.com/)
• PDFCreator (http://sourceforge.net/projects/pdfcreator/)
• PDF reDirect (http://www.exp-systems.com/PDFreDirect/)
• PDF-XP (http://www.pdfxp.co.kr/)
• Primo PDF (http://www.primopdf.com/)
• Reportlab (http://www.reportlab.org/)
• Scribus (http://www.scribus.net/)
কিভাবে ব্যবহৃত করতে হয়?
সফটগুলি ইন্সটল করার পরে আপনার কম্পিউটারে একটা ভার্সুয়্যাল বা কাল্পনিক PDF এর প্রিন্টার দেখতে পাবেন। যে ফাইলটি PDF এ রুপান্তরিত করতে চান তা খুলে প্রিন্ট করবার কমান্ড দিন। যখন প্রিন্টার সেট করার ডায়লড আসবে তখন সেই PDF তৈরীর সফটির প্রিন্টারটি ক্লিক করুন। তার পরেই দেখতে পাবেন কম্পিউটার আপনাকে জিজ্ঞাস করছে কোথায় তা সেভ করবেন। ফাইলটি যথাযথ জায়গায় সেভ করুন ও পরে কোন PDF দেখবার সফট (যেমন Adobe Acrobat Reader) দিয়ে দেখুন আপনার ফাইলটি ঠিক মত হয়েছে কিনা।
ইদানিং নিশ্চয় আপনারা OpenOffice এর কথা শুনে থাকবেন/ব্যবহার করে থাকবেন। OpenOffice দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মতই খুব সুন্দর একটি এডিটর এবং এটি ফ্রি (অপেনসোর্সের সফট)। OpenOffice দিয়ে কোন ফাইল লিখলে এই ধরনের PDF Writer ধরনের বিশেষ কোন সফটের প্রয়োজন হবেনা। সরাসরি OpenOffice থেকেই PDF ফাইল তৈরী করতে পারবেন। এছাড়া মাইক্রোসফট ঘোষনা দিয়েছে যে তাদের নতুন সংস্করণে একইরকম সরাসরি PDF ফাইল তৈরী করার সুবিধা থাকবে (বিস্তারিত পড়ৃন)।
আমি ব্যাক্তিগতভাবে বেশ অনেকবছর ধরেই CutePDF এবঙ Primo PDF ব্যবহার করে আসছি এবং ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দবোধ করছি।
অনলাইনে PDF ফাইল তৈরী করুনঃ
এছাড়া কোন ধরনের সফটওয়্যার ছাড়াই অনলাইনে PDF ফাইল তৈরী করার সার্ভিস দিচ্ছে expresspdf.com
Word, Excel এমনকি একটি ওয়েবসাইটও PDF ফাইলে তৈরী করে পরে আপনার ইমেইলে পাঠিয়ে দিবে তারা।
-এম,করিম